হোম > সারা দেশ > গাজীপুর

গাজীপুরে বাসচাপায় আহত ৩, দুটি গাড়িতে অগ্নিসংযোগ

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর মহানগরীর গাছা থানাধীন ছয়দানা এলাকায় বাসচাপায় তিনজন আহত হয়েছেন। এ ঘটনার পর দুটি গাড়িতে অগ্নিসংযোগ করে উত্তেজিত জনতা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করেছে। আহতদের উদ্ধার করে স্থানীয় তাইরুন্নেসা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে দুজন সম্পর্কে নানি–নাতি।

আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাছা থানাধীন ছয়দানা এলাকায় রাস্তা পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে। 

গাজীপুর মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার (ট্রাফিক) আলমগীর হোসেন বলেন, ‘সন্ধ্যা ৭টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাছা থানাধীন ছয়দানা এলাকায় নানি-নাতিসহ তিনজন রাস্তা পার হচ্ছিলেন। এ সময় অনাবিল পরিবহনের একটি গাড়ি ঢাকামুখী লেনে তাঁদের চাপা দেয়। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে তাইরুন্নেসা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি।’

পুলিশ কর্মকর্তা আলমগীর আরও বলেন, ‘এ সময় উত্তেজিত জনতা অনাবিল পরিবহনসহ দুটি গাড়িতে অগ্নিসংযোগ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। ঘটনার পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উভয় দিকে যান চলাচল বন্ধ হয়ে যায়। আগুন নিভিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে।’

তাইরুন্নেসা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক আশরাফ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘আহতদের অবস্থা গুরুতর। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁদের ঢাকায় পাঠানো হয়েছে।’

শ্রীপুরে বাস দুর্ঘটনায় মেডিকেল শিক্ষার্থীসহ আহত ২

টাকা না পেয়ে টঙ্গী সম্মিলিত ব্যাংক গ্রাহকদের বিক্ষোভ, কর্মকর্তা অবরুদ্ধ ‎

কর্মীকে বাঁচাতে গিয়ে হোটেল ব্যবসায়ী নিহত, অভিযুক্ত এক পরিবারের ৩ জন আটক

কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন স্কুলশিক্ষক

শ্রীপুরে পুকুর থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার, ঘটনাস্থলে আসছে বোম্ব ডিসপোজাল ইউনিট

শ্রীপুরে পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাই: দুই ডজন মামলার আসামি জাহাঙ্গীর গ্রেপ্তার

গাজীপুরে ধান গবেষণা ইনস্টিটিউটের কর্মশালা শুরু

গণভোটে নির্ধারিত হবে আগামীর বাংলাদেশ: জিসিসি প্রশাসক

পৌষ সংক্রান্তিতে কালীগঞ্জে আড়াই শ বছরের ঐতিহ্যবাহী ‘জামাই মেলা’

‎টঙ্গীতে দুটি পোশাক কারখানার শতাধিক শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি