হোম > সারা দেশ > গাজীপুর

সরকারি পুকুর ভরাট ও দখলমুক্ত করতে মানববন্ধন 

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার নাগরী বাজারের শত বছরের পুরোনো সরকারি পুকুর অবৈধ ও বেআইনিভাবে নাগরী খ্রিষ্টান মিশন (দি ঢাকা আর্চ ডাইওসিস, হলিসি ক্যাথলিক চার্চ এ্যাষ্টেট) কর্তৃক ভরাট ও দখলমুক্ত করতে মানববন্ধন করেছে নাগরী বাজার, মসজিদ ও মন্দির কমিটি এবং স্থানীয় এলাকাবাসী। আজ রোববার নাগরী বাজারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

নাগরী বাজার পরিচালনা কমিটির সভাপতি জুয়েল মিয়ার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইকবাল হোসেন, নাগরী বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি তমিজ উদ্দিন শিকদার, সেক্রেটারি মোবারক হোসেন, কোষাধ্যক্ষ বাদল শিকদার, নাগরী শ্রী শ্রী কালী মন্দির পরিচালনা কমিটির সভাপতি তাপস বণিক, সেক্রেটারি আনন্দ বিশ্বাস, নাগরী বাজার পরিচালনা কমিটির কোষাধ্যক্ষ লিটন বণিকসহ অনেকে। 

মানববন্ধনে বক্তারা বলেন, নাগরী বাজারের মসজিদসংলগ্ন শত বছরের পুরোনো সরকারি পুকুরের পানি বাজারের ব্যবসায়ীরা গোসল, মসজিদের মুসল্লিরা অজু, মন্দিরের ভক্তবৃন্দ পূজা-অর্চনার কাজে ব্যবহার করত। কিন্তু পুকুরটি নাগরী খ্রিষ্টান মিশন (দ্য ঢাকা আর্চ ডাইওসিস, হলিসি ক্যাথলিক চার্চ এ্যাস্টেট) অবৈধ ও বেআইনিভাবে টিনের প্রাচীর দিয়ে ভরাট ও দখল করে রেখেছে। অবিলম্বে সরকারি পুকুরটি মুক্ত করতে হবে। পাশাপাশি এলাকাবাসীর স্বার্থে পুকুরটি সংস্কারেরও দাবিও জানান বক্তারা। 

মানববন্ধনে নাগরী বাজার পরিচালনা কমিটি, মসজিদ পরিচালনা কমিটি ও মন্দির পরিচালনা কমিটি র লোকজনসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন। 

শ্রীপুরে বাস দুর্ঘটনায় মেডিকেল শিক্ষার্থীসহ আহত ২

টাকা না পেয়ে টঙ্গী সম্মিলিত ব্যাংক গ্রাহকদের বিক্ষোভ, কর্মকর্তা অবরুদ্ধ ‎

কর্মীকে বাঁচাতে গিয়ে হোটেল ব্যবসায়ী নিহত, অভিযুক্ত এক পরিবারের ৩ জন আটক

কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন স্কুলশিক্ষক

শ্রীপুরে পুকুর থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার, ঘটনাস্থলে আসছে বোম্ব ডিসপোজাল ইউনিট

শ্রীপুরে পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাই: দুই ডজন মামলার আসামি জাহাঙ্গীর গ্রেপ্তার

গাজীপুরে ধান গবেষণা ইনস্টিটিউটের কর্মশালা শুরু

গণভোটে নির্ধারিত হবে আগামীর বাংলাদেশ: জিসিসি প্রশাসক

পৌষ সংক্রান্তিতে কালীগঞ্জে আড়াই শ বছরের ঐতিহ্যবাহী ‘জামাই মেলা’

‎টঙ্গীতে দুটি পোশাক কারখানার শতাধিক শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি