হোম > সারা দেশ > গাজীপুর

টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে লিটন মিয়া (৪৩) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল রোববার রাত ১০টার দিকে টঙ্গীর বনমালা রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে। টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক ছোটন শর্মা বিষয়টি নিশ্চিত করেন। 

লিটন মিয়া (৪৩) রাজধানীর কাফরুল থানার ইব্রাহিমপুর এলাকার নুরুল ইসলামের ছেলে। তিনি পেশায় একজন গাড়িচালক ছিলেন। 
 
স্থানীয়রা জানান, রোববার রাত ১০টার দিকে গাড়ি চালিয়ে টঙ্গীর বনমালা এলাকায় পৌঁছান লিটন। এ সময় ঢাকাগামী পদ্মা এক্সপ্রেস ট্রেনটি ওই স্থান অতিক্রম করার একটু আগে রেলক্রসিংয়ে থাকা নিরাপত্তা গেট নামিয়ে দেন নিরাপত্তাকর্মী। নিজের গাড়ি থেকে নেমে রেললাইনে হাঁটতে থাকেন লিটন। এ সময় পেছন থেকে আসা ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পর স্থানীয়রা পুলিশের খবর পাঠালে তাঁরা এসে লাশ উদ্ধার করে। 

টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক ছোটন শর্মা বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

গাজীপুরে ২ বিদেশি পিস্তল ও ২৪টি গুলিসহ ‘মিয়া কসাই’ গ্রেপ্তার

লাউ চাষেই স্বপ্নপূরণ, দম্পতির মুখে সাফল্যের হাসি

‎হাদি হত্যার বিচারের দাবিতে টঙ্গীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ

গাজীপুরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা: কুড়িগ্রাম থেকে অভিযুক্ত স্বামী গ্রেপ্তার

স্ত্রীকে হত্যার পর শ্বশুরকে ফোন, ‘এসে মেয়ের লাশ নিয়ে যান’

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে নানি-নাতনিসহ নিহত ৩

শ্রীপুরে ইটভাটায় ডেকে নিয়ে জাসাস নেতাকে হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১

‎টঙ্গীতে যৌথ বাহিনীর অভিযানে জুলাই যোদ্ধা তাহরিমা গ্রেপ্তার

টঙ্গীতে পোশাক কারখানার অর্ধশতাধিক নারী শ্রমিক অসুস্থ

শ্রীপুরে আগুনে পুড়ল ১০টি বসতঘর, সর্বস্ব হারালেন ভাড়াটিয়ারা