হোম > সারা দেশ > গাজীপুর

ইজতেমায় অংশ নিতে এসে আরও এক জনের মৃত্যু

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

টঙ্গীর তুরাগ নদের তীরে চলমান বিশ্ব ইজতেমার প্রথম ধাপে অংশ নিতে এসে আরও এক মুসল্লির মৃত্যু হয়েছে। তাঁর নাম এখলাস মিয়া (৭০)। তাঁর গ্রামের বাড়ি নেত্রকোনা জেলার নেত্রকোনার বুরিজুরি সল্পদিঘিয়া এলাকায়। ইজতেমা আয়োজক কমিটির গণমাধ্যম সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান আজ শুক্রবার সকালে এ তথ্য জানিয়েছেন। 

হাবিবুল্লাহ রায়হান জানান, শুক্রবার রাত সাড়ে ৩টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এখলাস। পরে তাঁকে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আজ শুক্রবার ফজরের নামাজ শেষে ইজতেমা ময়দানেই তাঁর জানাজা নামাজ পড়ানো হয়। 

এখলাস মিয়াকে নিয়ে প্রথম ধাপের ইজতেমায় অংশ নিতে এসে মারা যাওয়া ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে চার। মারা যাওয়া চারজনের মধ্যে দুজন মারা গেছেন বুধবার, একজন বৃহস্পতিবার এবং একজন শুক্রবার মারা গেছেন। 

ইজতেমা কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুসারে, গত বুধবার বেলা আড়াইটার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানার অরুয়াইল ইউনিয়নের ধামাউরা গ্রামের ইউনুস মিয়া এবং একই দিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার চৌহদ্দীগ্রামের জামাল উদ্দিন (৪০) মারা যান। আর বৃহস্পতিবার দিবাগত রাতে মারা যান নেত্রকোনা জেলার কেন্দুয়া থানার আত্তার সাত্তার (৭০)।

মা-বাবাকে নির্যাতন, ছেলেকে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে রাখল প্রতিবেশীরা

কালিয়াকৈরে যুবককে গাছে বেঁধে হাতুড়িপেটা, আটক ১

শ্রীপুরে স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান

শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, ফটকে তালা ঝুলিয়ে পালিয়েছে কারখানা কর্তৃপক্ষ

গাজীপুরে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের নোটিশে শ্রমিকদের বিক্ষোভ

মেয়ের বাড়িতে যাওয়ার পথে প্রাণ গেল মায়ের

ছিনতাই প্রতিরোধের দাবিতে থানা ঘেরাও এলাকাবাসীর

কালীগঞ্জে চুরির হিড়িক: খোয়া যাচ্ছে কৃষকের সেচ পাম্প থেকে বিদ্যুতের তার, জনমনে আতঙ্ক

টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে নার্সিং শিক্ষার্থীর মৃত্যু

মনোনয়ন বিরোধে কালিয়াকৈরে বিএনপির দুই পক্ষে সংঘর্ষ-আগুন, আহত ১০