হোম > সারা দেশ > গাজীপুর

টঙ্গীতে হাসপাতাল থেকে যুবকের মরদেহ উদ্ধার

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীতে সুজন (৩০) যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সন্ধ্যায় টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল থেকে তার লাশ উদ্ধার করা হয়।

এর আগে দুপুর ১২টার দিকে টঙ্গীর নিমতলী রেলগেট এলাকা থেকে স্থানীয়রা তাঁকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

মৃত ওই যুবকের সুনামগঞ্জ জেলার শ্রীপুর থানার কিরণপাড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে। ঘটনার কয়েক ঘণ্টা পর তাঁর মৃত্যু হলে হাসপাতাল থেকে পুলিশকে খবর দেওয়া হয়। 

প্রত্যক্ষদর্শী নোমান প্রপার্টিজ লিমিটেড কোম্পানির নিরাপত্তাকর্মী মোবারক হোসেন বলেন, আজ দুপুরে নিমতলী রেলগেট এলাকায় কয়েকজন যুবক রেললাইনের ওপর বসে আড্ডা দিচ্ছিল। হঠাৎ তারা নিজেদের মধ্যে বিবাদে জড়ায়। এ সময় কয়েকজন সুজনকে এলোপাতাড়ি মারধর করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যায়। 

টঙ্গী রেলওয়ে ফাঁড়ি পুলিশে ইনচার্জ উপপরিদর্শক (এসআই) ছোটন শর্মা বলেন, ‘হাসপাতাল থেকে খবর পেয়ে লাশ উদ্ধার করে পুলিশ ফাঁড়িতে নিয়ে এসেছি। বিষয়টি থানা-পুলিশকেও জানিয়েছি। তবে বিবাদের কারণ ও এ ঘটনায় জড়িতদের পরিচয় শনাক্ত করা যায়নি। 

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুস্তাফিজুর রহমান বলেন, ঘটনাটি রেললাইনে ঘটেছে, লাশটি রেলওয়ে পুলিশ উদ্ধার করে আইনগত ব্যবস্থা নেবে।

কোটি টাকার সেতুতে উঠতে হয় মই দিয়ে

জুলাই রেবেলস সদস্যকে হত্যাচেষ্টা: প্রধান আসামি ঠোঁটকাটা আলতাফ গ্রেপ্তার

মা-বাবাকে নির্যাতন, ছেলেকে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে রাখল প্রতিবেশীরা

কালিয়াকৈরে যুবককে গাছে বেঁধে হাতুড়িপেটা, আটক ১

শ্রীপুরে স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান

শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, ফটকে তালা ঝুলিয়ে পালিয়েছে কারখানা কর্তৃপক্ষ

গাজীপুরে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের নোটিশে শ্রমিকদের বিক্ষোভ

মেয়ের বাড়িতে যাওয়ার পথে প্রাণ গেল মায়ের

ছিনতাই প্রতিরোধের দাবিতে থানা ঘেরাও এলাকাবাসীর

কালীগঞ্জে চুরির হিড়িক: খোয়া যাচ্ছে কৃষকের সেচ পাম্প থেকে বিদ্যুতের তার, জনমনে আতঙ্ক