হোম > সারা দেশ > গাজীপুর

গাজীপুরে নদীতে গোসলে নেমে নিখোঁজ চতুর্থ ছাত্রীর মরদেহ উদ্ধার

প্রতিনিধি, (গাজীপুর) 

গাজীপুর সদর উপজেলার ভাওয়াল মির্জাপুর ইউনিয়নের পাইনশাইল এলাকায় গতকাল সোমবার দুপুরে তুরাগ নদের শাখা নদীর পানিতে গোসল করতে নেমে চার স্কুলছাত্রী নিখোঁজ হয়। নিখোঁজ চার স্কুলছাত্রীর মধ্যে তিনজনের মরদেহ গতকাল সোমবারই উদ্ধার করা হয়। নিখোঁজ অপর স্কুলছাত্রীর মরদেহ আজ মঙ্গলবার বিকেলে উদ্ধার করা হয়েছে। আজ উদ্ধার হওয়া স্কুলছাত্রীর নাম রিয়া আক্তার। সে তৃতীয় শ্রেণির ছাত্রী। 

টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দলের লিডার আব্দুল জলিল জানান, সোমবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে চার ছাত্রী নিখোঁজের খবরে ফায়ার সার্ভিস তাৎক্ষণিক তল্লাশি চালিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করে। সন্ধ্যা পর্যন্ত তল্লাশি চালানো হলেও অপর স্কুলছাত্রীর খোঁজ না মেলায় অভিযান স্থগিত করা হয়। আজ মঙ্গলবার অভিযান চালানোর একপর্যায়ে ঘটনাস্থল থেকে প্রায় আড়াই শ মিটার দূরে মরদেহটি ভেসে থাকতে দেখে ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে উদ্ধার করেন। এ ঘটনায় আর কেউ নিখোঁজ নেই। 

প্রসঙ্গত, গাজীপুর সদর উপজেলার পাইনশাইল উত্তর পাড়া এলাকায় গতকাল সোমবার দুপুর ১টার দিকে প্রতিবেশী পাঁচ ছাত্রী তুরাগ নদের শাখা নদীতে গোসল করতে যায়। এ সময় এক ছাত্রী পানির স্রোতে তলিয়ে গেলে তাঁকে বাঁচাতে অপর ছাত্রীরা এগিয়ে আসে। এরপর পর্যায়ক্রমে চারজনই পানির স্রোতে ডুবে যায়। অপর শিক্ষার্থী সাঁতরে তীরে উঠে সাহায্যের জন্য চিৎকার করলে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধারে চেষ্টা শুরু করে। 

উল্লেখ্য, গতকাল সোমবার মৃত অবস্থায় উদ্ধার হওয়া তিন ছাত্রী হলেন-পাইনশাইল এলাকার সোলেমানের মেয়ে সাদিয়া আক্তার রিচি (১৪), হায়েত আলীর মেয়ে আইরিন আক্তার (১৪), একই এলাকার মো. মঞ্জুর আলমের মেয়ে মায়া আক্তার (১৫)। এদের মধ্যে আইরিন গাছ পুকুর পাড় দাখিল মাদ্রাসার ছাত্রী, রিচি ভাওয়াল মির্জাপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী এবং মায়া ভাওয়াল মির্জাপুর হাজী জমির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী।

জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ শফিকুল মারা গেছেন

গাজীপুরে ২ বিদেশি পিস্তল ও ২৪টি গুলিসহ ‘মিয়া কসাই’ গ্রেপ্তার

লাউ চাষেই স্বপ্নপূরণ, দম্পতির মুখে সাফল্যের হাসি

‎হাদি হত্যার বিচারের দাবিতে টঙ্গীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ

গাজীপুরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা: কুড়িগ্রাম থেকে অভিযুক্ত স্বামী গ্রেপ্তার

স্ত্রীকে হত্যার পর শ্বশুরকে ফোন, ‘এসে মেয়ের লাশ নিয়ে যান’

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে নানি-নাতনিসহ নিহত ৩

শ্রীপুরে ইটভাটায় ডেকে নিয়ে জাসাস নেতাকে হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১

‎টঙ্গীতে যৌথ বাহিনীর অভিযানে জুলাই যোদ্ধা তাহরিমা গ্রেপ্তার

টঙ্গীতে পোশাক কারখানার অর্ধশতাধিক নারী শ্রমিক অসুস্থ