হোম > সারা দেশ > গাজীপুর

টঙ্গীতে বকেয়া বেতনের দাবিতে শ্রমিক বিক্ষোভ, গাসিক মেয়রের বাড়ির সামনে অবস্থান

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীতে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধসহ গাজীপুর সিটি করপোরেশনের (গাসিক) মেয়র জায়েদা খাতুনের বাড়ির সামনে অবস্থান নিয়েছেন একটি পোশাক কারখানার শ্রমিকেরা। আজ মঙ্গলবার দুপুরে টঙ্গীর খাঁপাড়া এলাকার মিফকিফ অ্যাপারেলস লিমিটেড কারখানায় এই শ্রমিক অসন্তোষের ঘটনা ঘটে।

কারখানা শ্রমিকেরা জানান, আজ সকাল ৮টায় তাঁরা কাজে যোগ দেন। কয়েক ঘণ্টা পর শ্রমিকদের কয়েকজন বেতন পরিশোধের দাবি জানান। কারখানা কর্তৃপক্ষ বেতন পরিশোধে গড়িমসি করলে শ্রমিকেরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন।

সকাল থেকে দুপুর পর্যন্ত বিক্ষুব্ধ শ্রমিকেরা কাজ বন্ধ করে কারখানার ভেতরে স্লোগান দিতে থাকেন। দুপুর ১২টার দিকে কারখানা ছেড়ে তাঁরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের খাঁপাড়া এলাকায় মহাসড়ক অবরোধ করেন। ১০ মিনিট পর তাঁরা মহাসড়ক ছেড়ে গাজীপুরের বোর্ডবাজারের হারিকেন এলাকায় গাসিক মেয়র জায়েদা খাতুনের বাসভবনের সামনে অবস্থান নেন।

কারখানার শ্রমিকেরা বলেন, মিফকিফ অ্যাপারেলস লিমিটেড কারখানায় ৮০০ জন শ্রমিক কাজ করেন। কারখানাটিতে এখনো গত এপ্রিল মাসের বেতন বাকি।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শ্রমিক বলেন, ‘পাঁচ দিন ধরে বেতন পরিশোধের তারিখ দিলেও বেতন পরিশোধ করেনি কারখানা কর্তৃপক্ষ। তাই আজ আমরা আন্দোলন করছি। গাজীপুর সিটি করপোরেশনের মেয়রের বাড়িতে যাচ্ছি। তিনি মালিকের সঙ্গে কথা বলে আমাদের বেতন পাইয়ে দিতে ব্যবস্থা নেবেন।’

কারখানাটির প্রশাসনিক কর্মকর্তা আনিসুর রহমান বলেন, ‘মালিকের সঙ্গে যোগাযোগ করেছি। তিনি দ্রুতই বেতনের ব্যবস্থা করবেন।’

এ বিষয়ে জানতে চাইলে গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক (টঙ্গী জোন) মো. ওসমান আলী আজকের পত্রিকাকে বলেন, গত এপ্রিল মাসের বকেয়া বেতন নিয়ে শ্রমিক অসন্তোষ দেখা দেয়। কয়েক দিন ধরে বেতন পরিশোধ করার কথা থাকলেও কর্তৃপক্ষ তা করছে না। আজ দুপুরে শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়। ১২টার দিকে তারা গাজীপুর সিটি করপোরেশনের মেয়রের বাড়ির সামনে অবস্থান নেয়। সেখানে গাজীপুর শিল্প পুলিশের সদস্যরা রয়েছেন।

শ্রীপুরে বাস দুর্ঘটনায় মেডিকেল শিক্ষার্থীসহ আহত ২

টাকা না পেয়ে টঙ্গী সম্মিলিত ব্যাংক গ্রাহকদের বিক্ষোভ, কর্মকর্তা অবরুদ্ধ ‎

কর্মীকে বাঁচাতে গিয়ে হোটেল ব্যবসায়ী নিহত, অভিযুক্ত এক পরিবারের ৩ জন আটক

কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন স্কুলশিক্ষক

শ্রীপুরে পুকুর থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার, ঘটনাস্থলে আসছে বোম্ব ডিসপোজাল ইউনিট

শ্রীপুরে পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাই: দুই ডজন মামলার আসামি জাহাঙ্গীর গ্রেপ্তার

গাজীপুরে ধান গবেষণা ইনস্টিটিউটের কর্মশালা শুরু

গণভোটে নির্ধারিত হবে আগামীর বাংলাদেশ: জিসিসি প্রশাসক

পৌষ সংক্রান্তিতে কালীগঞ্জে আড়াই শ বছরের ঐতিহ্যবাহী ‘জামাই মেলা’

‎টঙ্গীতে দুটি পোশাক কারখানার শতাধিক শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি