হোম > সারা দেশ > গাজীপুর

টঙ্গীতে বাসচাপায় প্রাণ গেল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

বাসচাপায় গাজীপুরের টঙ্গীতে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর বনমালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থীর নাম সুহাদ মাহমুদ ফাহিম (২৩)। তিনি সরকারি তিতুমীর কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। সুহাদ মাহমুদ ফাহিম শরীয়তপুর জেলার পালং থানার সোনামুখী গ্রামের মোশারফ হোসেনের ছেলে। তিনি টঙ্গীর দত্তপাড়া শান্তিবাগ এলাকায় ভাড়াবাড়িতে পরিবারের সঙ্গে বাস করতেন।

খবর পেয়ে টঙ্গী পূর্ব থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। দুর্ঘটনার পর বাসচালক কৌশলে পালিয়ে গেলেও বাসের সহকারী (হেলপার) দ্বীন ইসলামকে (২০) স্থানীরা আটক করে পুলিশে সোপর্দ করে।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, আজ বৃহস্পতিবার সকালে ঢাকায় যেতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বনমালা বাসস্ট্যান্ডে আসেন ফাহিম। এ সময় কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী জলসিঁড়ি পরিবহনের (ঢাকা মেট্রো-ব-১১-৫৫৯৫) একটি বাস উঠতে গিয়ে সড়কে পড়ে গুরুতর আহত হন তিনি।

স্থানীয়রা তাঁকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দেন। পরে উন্নত চিকিৎসার জন্য উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

টঙ্গী পূর্ব থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল ইসলাম আজকের পত্রিকাকে জানান, বাসটিকে জব্দ করা হয়েছে। লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় একটি মামলা দায়ের প্রস্তুতি চলছে।

টঙ্গীতে কারখানায় অর্ধশত পোশাকশ্রমিক অসুস্থ

নির্বাচনে সাড়ে ৫ লাখ আনসার সদস্য দায়িত্ব পালন করবেন: স্বরাষ্ট্র উপদেষ্টা

গ্রামীণ ফেব্রিকস কারখানায় হামলা ও কর্মকর্তাদের অবরুদ্ধ করার ঘটনায় ৬ শ্রমিক গ্রেপ্তার

‎টঙ্গীতে বিদেশি পিস্তলসহ যুবক আটক

কালিয়াকৈরে তিতাস গ্যাস লাইনে লিকেজ থেকে আগুন, আতঙ্কে বাসিন্দারা

শ্রীপুরে ব্যাডমিন্টন খেলা নিয়ে ঝগড়া, ছেলেকে রক্ষা করতে গিয়ে প্রাণ গেল মায়ের

শ্রীপুরে ভাঙারি ব্যবসার আড়ালে অস্ত্র ব্যবসা, যৌথ অভিযানে অস্ত্র-গুলিসহ যুবক গ্রেপ্তার

গাজীপুরের শ্রীপুর: সিলিকার লোভে শত ফুট গর্ত

গাজীপুরে ঝুটের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট

গাজীপুরে মোটরসাইকেল কেনাবেচার ছলে এনসিপি কর্মীকে গুলি, অল্পের জন্য রক্ষা