হোম > সারা দেশ > গাজীপুর

টঙ্গীতে বাসচাপায় প্রাণ গেল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

বাসচাপায় গাজীপুরের টঙ্গীতে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর বনমালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থীর নাম সুহাদ মাহমুদ ফাহিম (২৩)। তিনি সরকারি তিতুমীর কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। সুহাদ মাহমুদ ফাহিম শরীয়তপুর জেলার পালং থানার সোনামুখী গ্রামের মোশারফ হোসেনের ছেলে। তিনি টঙ্গীর দত্তপাড়া শান্তিবাগ এলাকায় ভাড়াবাড়িতে পরিবারের সঙ্গে বাস করতেন।

খবর পেয়ে টঙ্গী পূর্ব থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। দুর্ঘটনার পর বাসচালক কৌশলে পালিয়ে গেলেও বাসের সহকারী (হেলপার) দ্বীন ইসলামকে (২০) স্থানীরা আটক করে পুলিশে সোপর্দ করে।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, আজ বৃহস্পতিবার সকালে ঢাকায় যেতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বনমালা বাসস্ট্যান্ডে আসেন ফাহিম। এ সময় কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী জলসিঁড়ি পরিবহনের (ঢাকা মেট্রো-ব-১১-৫৫৯৫) একটি বাস উঠতে গিয়ে সড়কে পড়ে গুরুতর আহত হন তিনি।

স্থানীয়রা তাঁকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দেন। পরে উন্নত চিকিৎসার জন্য উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

টঙ্গী পূর্ব থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল ইসলাম আজকের পত্রিকাকে জানান, বাসটিকে জব্দ করা হয়েছে। লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় একটি মামলা দায়ের প্রস্তুতি চলছে।

কর্মীকে বাঁচাতে গিয়ে হোটেল ব্যবসায়ী নিহত, অভিযুক্ত এক পরিবারের ৩ জন আটক

কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন স্কুলশিক্ষক

শ্রীপুরে পুকুর থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার, ঘটনাস্থলে আসছে বোম্ব ডিসপোজাল ইউনিট

শ্রীপুরে পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাই: দুই ডজন মামলার আসামি জাহাঙ্গীর গ্রেপ্তার

গাজীপুরে ধান গবেষণা ইনস্টিটিউটের কর্মশালা শুরু

গণভোটে নির্ধারিত হবে আগামীর বাংলাদেশ: জিসিসি প্রশাসক

পৌষ সংক্রান্তিতে কালীগঞ্জে আড়াই শ বছরের ঐতিহ্যবাহী ‘জামাই মেলা’

‎টঙ্গীতে দুটি পোশাক কারখানার শতাধিক শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি

কালিয়াকৈরে মাদ্রাসার টয়লেট থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

টঙ্গীতে কারখানায় অর্ধশত পোশাকশ্রমিক অসুস্থ