হোম > সারা দেশ > গাজীপুর

টঙ্গীতে ১১ দফা দাবিতে মহাসড়কে অবস্থান নিয়ে শ্রমিকদের বিক্ষোভ

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীতে ১১ দফা দাবিতে পিপল সিরামিকস লিমিটেড নামের এক কারখানার শ্রমিকেরা বিক্ষোভ করছেন। আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মিলগেট এলাকায় অবস্থান নেওয়ার পর থেকে উভয়দিকে যানচলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও যানবাহনের চালকেরা। 

সরেজমিনে জানা গেছে, আজ সকাল পৌনে ৯টার দিকে মিলগেট এলাকায় কারখানার প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন শ্রমিকেরা। বেলা সাড়ে ১১টার দিকে তাঁরা প্রধান ফটক ছেড়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মিলগেট এলাকায় অবস্থান নেন। এ সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উভয়দিকে যানচলাচল বন্ধ হয়ে যায়। 

এ ছাড়া বিক্ষুব্ধ শ্রমিকদের একাংশ বিআরটি প্রকল্পের উড়াল সেতুর মিলগেট অংশে অবস্থান নিলে সেতুর ওপরেও যান চলাচল বন্ধ হয়ে যায়। ১২টা ২০ মিনিটের দিকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে দেখা গেছে শ্রমিকদের। 

কারখানা সূত্রে জানা গেছে, আজ সকালে কারখানায় কাজে যোগ দিয়ে শ্রমিকেরা কর্তৃপক্ষের কাছে ১১ দফা দাবি জানান। পরে কর্তৃপক্ষ সিদ্ধান্ত না দেওয়ায় শ্রমিকেরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। এ সময় কাজ বন্ধ করে কারখানার প্রধান ফটকে অবস্থান নেন। পরে শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গিয়ে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন। 

কয়েকজন শ্রমিক বলেন, আমরা ১১ দফা দাবি জানিয়েছি। আমাদের দাবি মেনে নিতে কারখানা কর্তৃপক্ষকে প্রায় ১০ বছর ধরে অনুরোধ করে এসেছি। আজ আন্দোলনের যোগ দিয়েছি। 

এই ঘটনায় কারখানার মালিক লুৎফর রহমানের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে ওপাশ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। 

গাজীপুর শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার মোশারফ হোসেন বলেন, শ্রমিকেরা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে। মহাসড়কের উভয়দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। শ্রমিকদের দাবিগুলো নিয়ে পুলিশের পক্ষ থেকে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে।

লাউ চাষেই স্বপ্নপূরণ, দম্পতির মুখে সাফল্যের হাসি

‎হাদি হত্যার বিচারের দাবিতে টঙ্গীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ

গাজীপুরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা: কুড়িগ্রাম থেকে অভিযুক্ত স্বামী গ্রেপ্তার

স্ত্রীকে হত্যার পর শ্বশুরকে ফোন, ‘এসে মেয়ের লাশ নিয়ে যান’

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে নানি-নাতনিসহ নিহত ৩

শ্রীপুরে ইটভাটায় ডেকে নিয়ে জাসাস নেতাকে হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১

‎টঙ্গীতে যৌথ বাহিনীর অভিযানে জুলাই যোদ্ধা তাহরিমা গ্রেপ্তার

টঙ্গীতে পোশাক কারখানার অর্ধশতাধিক নারী শ্রমিক অসুস্থ

শ্রীপুরে আগুনে পুড়ল ১০টি বসতঘর, সর্বস্ব হারালেন ভাড়াটিয়ারা

গাজীপুরকে সমন্বিত ও পরিবেশবান্ধব মেগা উন্নয়ন প্রকল্পের আওতায় আনা হবে: স্থানীয় সরকার সচিব