হোম > সারা দেশ > গাজীপুর

পুলিশের গুলিতে নারী শ্রমিক নিহতের ঘটনায় মহিলা পরিষদের উদ্বেগ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

গাজীপুরে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরির দাবিতে বিক্ষোভ ও আন্দোলনে পুলিশের গুলিতে মোসা. আঞ্জুয়ারা খাতুন (৩০) নামে এক নারী শ্রমিক নিহতের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ। 

আজ বৃহস্পতিবার সংগঠনটির সভাপতি ডা. ফওজিয়া মোসলেম ও সাধারণ সম্পাদক মালেকা বানু স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়েছে, বিগত কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন স্থানে শ্রমিকেরা মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনরত রয়েছেন এবং বিভিন্ন জায়গায় আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। গাজীপুরে সহিংস পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাসের শেল, সাউন্ড গ্রেনেড ও রাবার বুলেট ব্যবহার করেছে পুলিশ। এ সময় মোসা. আঞ্জুয়ারা খাতুন (৩০) নামে এক নারী শ্রমিক নিহত হন। এ ঘটনায় বাংলাদেশ মহিলা পরিষদ শোক প্রকাশ করছে। তা ছাড়াও আহত হয়েছে অর্ধশতাধিক শ্রমিক আমরা তাদের যথাযথ চিকিৎসার দাবি জানাচ্ছে। এ ধরনের ঘটনায় বাংলাদেশ মহিলা পরিষদ গভীর উদ্বেগ প্রকাশ করছে। 

মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিকদের আন্দোলনের ঘটনা নতুন নয়। এই শ্রমিকেরা দেশের উন্নয়ন ও সমৃদ্ধির অংশীজন। তাদের স্বার্থরক্ষার্থে সবাইকে উদ্যোগী, আন্তরিক ও যৌক্তিক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়ে সমস্যা সমাধানে সরকারের পক্ষ থেকে উদ্যোগ ও সক্রিয় পদক্ষেপ গ্রহণের দাবি তুলেছে সংগঠনটি। 

এদিকে আন্দোলনরত গার্মেন্টস কর্মী নিহতের ঘটনায় নিন্দা প্রকাশ করে যুক্তরাষ্ট্র। গতকাল বুধবার দেশটির পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার এক বিবৃতিতে এ নিন্দা প্রকাশ করেন।

গাজীপুরে কার্টন কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট

শনিবারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষা স্থগিত

‎ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে টঙ্গীতে মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

হাদি হত্যা: ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ ছাত্র-জনতার

শ্রীপুরে চোর ধরতে গিয়ে পরিত্যক্ত ঘরে মিলল নিখোঁজ ব্যবসায়ীর লাশ

বিদ্যুৎ সঞ্চালন লাইনে আগুন, স্ফুলিঙ্গ নিচে পড়ে ট্রাক ও ঝুটগুদাম পুড়ে ছাই

গাজীপুরে বিজয় দিবসে ছাদ থেকে পতাকা নামাতে গিয়ে পড়ে নিরাপত্তাকর্মীর মৃত্যু

কোটি টাকার সেতুতে উঠতে হয় মই দিয়ে

জুলাই রেবেলস সদস্যকে হত্যাচেষ্টা: প্রধান আসামি ঠোঁটকাটা আলতাফ গ্রেপ্তার

মা-বাবাকে নির্যাতন, ছেলেকে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে রাখল প্রতিবেশীরা