হোম > সারা দেশ > গাজীপুর

টঙ্গীতে নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীতে এক নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে টঙ্গীর মাছিমপুর এলাকায় এ ঘটনা ঘটে। টঙ্গী পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) অহিদ হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন। 

মৃত নারী চিকিৎসকের নাম জান্নাতুল ফেরদৌস বন্যা (৩০)। তিনি টঙ্গীর চেরাগআলী এলাকার মৃত আব্দুল জব্বার মোল্লার মেয়ে। বন্যা স্বামীর সঙ্গে মাছিমপুর এলাকায় বাস করতেন। 
ঘটনার পর স্বামী সবুজ পলাতক রয়েছেন। 

পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, জান্নাতুল ফেরদৌস বন্যা একটি পোশাক কারখানায় চিকিৎসক হিসেবে কর্মরত ছিলেন। গত কয়েক মাস যাবৎ পরিবারের নানা বিষয়ে স্বামী সবুজের সঙ্গে কলহ চলছিল তাঁর। আজ মঙ্গলবার সন্ধ্যায় আবারও স্বামীর সঙ্গে কলহে জড়ান বন্যা। এরই একপর্যায়ে বন্যা নিজ ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পরে স্বামী সবুজ বন্যার মরদেহ ঝুলতে দেখে তাঁকে উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান আল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

টঙ্গী শহীদ আহসান আল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক ইসরাত জাহান এনি বলেন, হাসপাতালে আসার আগেই তাঁর মৃত্যু হয়। 

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাসুদ বলেন, এ ঘটনায় একটি মামলার প্রস্তুতি চলছে। 

কর্মীকে বাঁচাতে গিয়ে হোটেল ব্যবসায়ী নিহত, অভিযুক্ত এক পরিবারের ৩ জন আটক

কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন স্কুলশিক্ষক

শ্রীপুরে পুকুর থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার, ঘটনাস্থলে আসছে বোম্ব ডিসপোজাল ইউনিট

শ্রীপুরে পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাই: দুই ডজন মামলার আসামি জাহাঙ্গীর গ্রেপ্তার

গাজীপুরে ধান গবেষণা ইনস্টিটিউটের কর্মশালা শুরু

গণভোটে নির্ধারিত হবে আগামীর বাংলাদেশ: জিসিসি প্রশাসক

পৌষ সংক্রান্তিতে কালীগঞ্জে আড়াই শ বছরের ঐতিহ্যবাহী ‘জামাই মেলা’

‎টঙ্গীতে দুটি পোশাক কারখানার শতাধিক শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি

কালিয়াকৈরে মাদ্রাসার টয়লেট থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

টঙ্গীতে কারখানায় অর্ধশত পোশাকশ্রমিক অসুস্থ