হোম > সারা দেশ > গাজীপুর

টঙ্গীতে নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীতে এক নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে টঙ্গীর মাছিমপুর এলাকায় এ ঘটনা ঘটে। টঙ্গী পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) অহিদ হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন। 

মৃত নারী চিকিৎসকের নাম জান্নাতুল ফেরদৌস বন্যা (৩০)। তিনি টঙ্গীর চেরাগআলী এলাকার মৃত আব্দুল জব্বার মোল্লার মেয়ে। বন্যা স্বামীর সঙ্গে মাছিমপুর এলাকায় বাস করতেন। 
ঘটনার পর স্বামী সবুজ পলাতক রয়েছেন। 

পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, জান্নাতুল ফেরদৌস বন্যা একটি পোশাক কারখানায় চিকিৎসক হিসেবে কর্মরত ছিলেন। গত কয়েক মাস যাবৎ পরিবারের নানা বিষয়ে স্বামী সবুজের সঙ্গে কলহ চলছিল তাঁর। আজ মঙ্গলবার সন্ধ্যায় আবারও স্বামীর সঙ্গে কলহে জড়ান বন্যা। এরই একপর্যায়ে বন্যা নিজ ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পরে স্বামী সবুজ বন্যার মরদেহ ঝুলতে দেখে তাঁকে উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান আল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

টঙ্গী শহীদ আহসান আল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক ইসরাত জাহান এনি বলেন, হাসপাতালে আসার আগেই তাঁর মৃত্যু হয়। 

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাসুদ বলেন, এ ঘটনায় একটি মামলার প্রস্তুতি চলছে। 

লাউ চাষেই স্বপ্নপূরণ, দম্পতির মুখে সাফল্যের হাসি

‎হাদি হত্যার বিচারের দাবিতে টঙ্গীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ

গাজীপুরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা: কুড়িগ্রাম থেকে অভিযুক্ত স্বামী গ্রেপ্তার

স্ত্রীকে হত্যার পর শ্বশুরকে ফোন, ‘এসে মেয়ের লাশ নিয়ে যান’

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে নানি-নাতনিসহ নিহত ৩

শ্রীপুরে ইটভাটায় ডেকে নিয়ে জাসাস নেতাকে হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১

‎টঙ্গীতে যৌথ বাহিনীর অভিযানে জুলাই যোদ্ধা তাহরিমা গ্রেপ্তার

টঙ্গীতে পোশাক কারখানার অর্ধশতাধিক নারী শ্রমিক অসুস্থ

শ্রীপুরে আগুনে পুড়ল ১০টি বসতঘর, সর্বস্ব হারালেন ভাড়াটিয়ারা

গাজীপুরকে সমন্বিত ও পরিবেশবান্ধব মেগা উন্নয়ন প্রকল্পের আওতায় আনা হবে: স্থানীয় সরকার সচিব