হোম > সারা দেশ > গাজীপুর

টঙ্গীতে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনি, যুবক নিহত

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

প্রতীকী ছবি

গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারী সন্দেহে সংঘবদ্ধ পিটুনিতে রিপন মিয়া (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ সোমবার দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর স্টেশন রোড এলাকায় এ ঘটনা ঘটে।

রিপন মিয়া ময়মনসিংহের ত্রিশাল উপজেলার আহম্মদাবাদ গ্রামের আব্দুল খালেকের ছেলে। তাঁর লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়ে পুলিশ।

স্থানীয় বাসিন্দাদের বরাতে পুলিশ জানিয়েছে, আজ দুপুরে রিপন ও তাঁর কয়েকজন সহযোগী ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী স্টেশন রোড এলাকা থেকে দুটি মোবাইল ছিনতাই করেন। হাবিব নামের একজন যুবক তাঁর ছিনতাই হওয়া মোবাইল ফোন স্থানীয়দের সহায়তায় রিপনের কাছ থেকে উদ্ধার করেন। এ সময় আশপাশের লোকজন রিপনকে পিটুনি দেন। পরে তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ আহত অবস্থায় রিপনকে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক জানান, রিপন মারা গেছেন।

ছিনতাই হওয়া ফোন ফিরে পাওয়া হাবিবুর রহমান বলেন, ‘বাসা থেকে আমার বোনকে নিয়ে চিকিৎসকের কাছে যাচ্ছিলাম। এ সময় স্টেশন রোড এলাকায় পৌঁছালে চারজন ছিনতাইকারী আমাদের দুটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরে আমাদের ডাক-চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসেন। ছিনতাই হওয়া একটি ফোন উদ্ধার করা হয় রিপনের কাছ থেকে। পরে তাঁকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন স্থানীয়রা।’

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

গাজীপুরে ধান গবেষণা ইনস্টিটিউটের কর্মশালা শুরু

গণভোটে নির্ধারিত হবে আগামীর বাংলাদেশ: জিসিসি প্রশাসক

পৌষ সংক্রান্তিতে কালীগঞ্জে আড়াই শ বছরের ঐতিহ্যবাহী ‘জামাই মেলা’

‎টঙ্গীতে দুটি পোশাক কারখানার শতাধিক শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি

কালিয়াকৈরে মাদ্রাসার টয়লেট থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

টঙ্গীতে কারখানায় অর্ধশত পোশাকশ্রমিক অসুস্থ

নির্বাচনে সাড়ে ৫ লাখ আনসার সদস্য দায়িত্ব পালন করবেন: স্বরাষ্ট্র উপদেষ্টা

গ্রামীণ ফেব্রিকস কারখানায় হামলা ও কর্মকর্তাদের অবরুদ্ধ করার ঘটনায় ৬ শ্রমিক গ্রেপ্তার

‎টঙ্গীতে বিদেশি পিস্তলসহ যুবক আটক

কালিয়াকৈরে তিতাস গ্যাস লাইনে লিকেজ থেকে আগুন, আতঙ্কে বাসিন্দারা