হোম > সারা দেশ > গাজীপুর

শ্রীপুরে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী ক্যাম্পের পাশে শোরুমে গুলি, আহত ২

গাজীপুরের শ্রীপুরে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী ক্যাম্পের পাশে একটি টিভি-ফ্রিজের শোরুমে গুলির ঘটনা ঘটেছে। মোটরসাইকেলযোগে কয়েকজন এসে গুলি চালিয়েছে বলে অভিযোগ করছেন স্বতন্ত্র প্রার্থীর কর্মী-সমর্থকেরা। 

গুলির ঘটনায় শোরুমের গ্লাস ফেটে রুমের ভেতর গুলি ঢুকে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে গুলি ও গুলির খোসা উদ্ধার করেছে। ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেছে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও পুলিশের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। এ ঘটনায় গ্লাস ভেঙে ছিটকে গিয়ে দুজন আহত হয়েছে। 

সোমবার (১ জানুয়ারী) রাত ৯টার দিকে উপজেলার মাওনা ইউনিয়নে সলিংমোড় বাজারের মীম ইলেকট্রনিকস নামে একটি ফ্রিজের শোরুমে ওই ঘটনা ঘটে। এর পাশেই রয়েছে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী ক্যাম্প। 

আহতরা হলেন সাজিদুল ইসলাম সুরুজ (৩৮) ও নূরুল ইসলাম (৫৫)। তাঁরা দুজন স্বতন্ত্র প্রার্থীর সমর্থক। 

মাওনা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্বতন্ত্র প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মো. মজিবুর রহমান বলেন, ‘আমরা চারজন নির্বাচন পরিচালনা অফিসের পাশে টিভি-ফ্রিজের শোরুমে বসে নির্বাচন বিষয়ে আলোচনা করছিলাম। হঠাৎ করে দুটি মোটরসাইকেলযোগে কয়েকজন যুবক এসে একটি গুলি ফুটিয়ে দ্রুত পালিয়ে যায়। গুলিতে শোরুমের গ্লাস ভেঙে যায়। ঘটনাস্থলে পড়ে রয়েছে গুলির খোসা ও একটি বুলেট।’ 

মীম ইলেকট্রনিকস শোরুমের মালিক শফিকুল ইসলাম দুলু আজকের পত্রিকাকে বলেন, ‘আমি পাশেই ছিলাম। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে দেখি আমার শোরুমের গ্লাস ভেঙে বুলেট ভেতরে প্রবেশ করেছে। একটি গুলির খোসা পড়ে ছিল।’ 

স্বতন্ত্র প্রার্থী বর্তমান এমপি মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ ঘটনাস্থল পরিদর্শন করে সাংবাদিকদের বলেন, ‘ইতিপূর্বেই একটি পক্ষ আমার নির্বাচনী ক্যাম্পে ভাঙচুর চালিয়েছে। এর ধারাবাহিকতায় এ ঘটনা ঘটেছে বলে আমি মনে করি। প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আমার দাবি দ্রুত সময়ের মধ্যে অবৈধ অস্ত্র, অস্ত্রধারীকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা।’ 

গাজীপুর জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার কালিয়াকৈর সার্কেল আজমীর হোসেন সাংবাদিকদের বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে একটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।

গাজীপুরে ঝুটের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট

গাজীপুরে মোটরসাইকেল কেনাবেচার ছলে এনসিপি কর্মীকে গুলি, অল্পের জন্য রক্ষা

কালিয়াকৈরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ, পুলিশের লাঠিপেটায় আহত ১২

কালিয়াকৈরে মাদ্রাসাছাত্রের মৃত্যু নিয়ে রহস্য

গাজীপুরে কারখানা বন্ধ ঘোষণা, শ্রমিকদের বিক্ষোভ

বরমী বাজার: দুই ঘণ্টার হাটে কয়েক লাখ টাকার শাকসবজি বেচাকেনা

শ্রীপুরে এনসিপি ও চরমোনাইয়ের শতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান

আমরা অতিরিক্ত সুবিধা চাই না, ন্যায়বিচার চাই: নাহিদ ইসলাম

‘জুলাই যোদ্ধা’ সুরভীর মায়ের করা মামলায় ব্যবস্থা নেয়নি পুলিশ, লুকিয়েছে বয়স

দুপুরে ‘জুলাই যোদ্ধা’ তাহরিমা জান্নাত সুরভীর রিমান্ড, সন্ধ্যায় জামিন