হোম > সারা দেশ > গাজীপুর

বাসচাপায় পোশাকশ্রমিকের মৃত্যু, ২ ঘণ্টা সড়ক অবরোধ

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের কাশিমপুর জিরানী বাজার এলাকায় বাসচাপায় এক নারী পোশাকশ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় বিক্ষুব্ধ শ্রমিকেরা কালিয়াকৈর চন্দ্রা-নবীনগর সড়ক অবরোধ ও যানবাহন ভাঙচুর করেন। এতে প্রায় দুই ঘণ্টা ওই সড়কে যানজটের সৃষ্টি হয়। 

আজ বুধবার সকালে কালিয়াকৈর চন্দ্রা-নবীনগর সড়কে এ ঘটনা ঘটে। 

নিহত শ্রমিকের নাম আলপনা আক্তার। তিনি মহানগরীর কাশিমপুর থানাধীন জিরানী এলাকার হামিম গ্রুপের দ্যাটস ইট নিট কারখানার শ্রমিক ছিলেন। 

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, আজ সকাল ১০টার দিকে গাজীপুরের কালিয়াকৈর চন্দ্রা-নবীনগর সড়ক দিয়ে ভ্যানে করে কারখানায় কাজে যাচ্ছিলেন আলপনা আক্তার (২২)। পথে জিরানী বাজার এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি যাত্রীবাহী বাস ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে বাসচাপায় আলপনা আক্তারের মৃত্যু হয়। 

এ খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ শ্রমিকেরা কাজ বন্ধ করে কারখানা থেকে বের হয়ে সড়ক অবরোধ করেন। উত্তেজিত শ্রমিকেরা ইটপাটকেল ছুড়ে সড়কে কয়েকটি যানবাহনের গ্লাস ভাঙচুর করেন। পরে আশপাশের আরও কয়েকটি কারখানার শ্রমিকেরাও বেরিয়ে এসে সড়কে অবস্থান নেয়। এ কারণে কালিয়াকৈরের চন্দ্রা-নবীনগর সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে উভয় দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুপুর ১২টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ রাফিউল করিম আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে নিহত শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। পরে শ্রমিকদের বুঝিয়ে ও বিচারের আশ্বাস দিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়। দুই ঘণ্টা পর সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। 

ওসি সৈয়দ রাফিউল আরও বলেন, দ্যাটস ইট নিট কারখানার কর্তৃপক্ষ শ্রমিক অসন্তোষের কারণে আজ কারখানা ছুটি ঘোষণা করে এবং নিহত শ্রমিকের পরিবারকে পাঁচ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছে। এ বিষয়ে অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

শ্রীপুরে বাস দুর্ঘটনায় মেডিকেল শিক্ষার্থীসহ আহত ২

টাকা না পেয়ে টঙ্গী সম্মিলিত ব্যাংক গ্রাহকদের বিক্ষোভ, কর্মকর্তা অবরুদ্ধ ‎

কর্মীকে বাঁচাতে গিয়ে হোটেল ব্যবসায়ী নিহত, অভিযুক্ত এক পরিবারের ৩ জন আটক

কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন স্কুলশিক্ষক

শ্রীপুরে পুকুর থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার, ঘটনাস্থলে আসছে বোম্ব ডিসপোজাল ইউনিট

শ্রীপুরে পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাই: দুই ডজন মামলার আসামি জাহাঙ্গীর গ্রেপ্তার

গাজীপুরে ধান গবেষণা ইনস্টিটিউটের কর্মশালা শুরু

গণভোটে নির্ধারিত হবে আগামীর বাংলাদেশ: জিসিসি প্রশাসক

পৌষ সংক্রান্তিতে কালীগঞ্জে আড়াই শ বছরের ঐতিহ্যবাহী ‘জামাই মেলা’

‎টঙ্গীতে দুটি পোশাক কারখানার শতাধিক শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি