হোম > সারা দেশ > গাজীপুর

কাশিমপুর কারাগারে বিডিআর বিদ্রোহ মামলার সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে বিডিআর বিদ্রোহ মামলায় ৪৭ বছরের সাজাপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে কারা অভ্যন্তরে হঠাৎ অচেতন হয়ে পড়লে শহিদুল ইসলাম (৬৩) নামে ওই কয়েদিকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর সিনিয়র জেল সুপার (ভারপ্রাপ্ত) মো. আমিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। 

মৃত্যুবরণকারী কয়েদি শহিদুল ইসলাম সাতক্ষীরা জেলার কালীগঞ্জ থানার নারায়ণপুর গ্রামের আব্দুল করিম মণ্ডলের ছেলে। তাঁর কয়েদি নম্বর ছিল-৩৩২৩/এ। শহিদুল ইসলাম রাজধানীর নিউমার্কেট থানার বিডিআর বিদ্রোহ মামলার মামলা নম্বর-৯ (৪)০৯—এর আসামি ছিলেন। এ মামলায় আদালত তাঁকে ৪৭ বছরের কারাদণ্ড প্রদান করেন। তিনি বিডিআরের সাবেক সদস্য। তাঁকে ২০১৬ সালে ২৫ মার্চ ঢাকা কেন্দ্রীয় কারাগার–কেরানীগঞ্জ থেকে কাশিমপুর কারাগারে আনা হয়েছিল। 

জেল সুপার (ভারপ্রাপ্ত) মো. আমিরুল ইসলাম বলেন, ‘কয়েদি শহিদুল ইসলাম বৃহস্পতিবার বিকেলে কারা অভ্যন্তরে হঠাৎ অচেতন হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে তাঁকে কারা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে শহিদুল ইসলামকে বিকেল ৪টার দিকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। আইনি প্রক্রিয়া শেষে তাঁর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।’

গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, শহিদুল ইসলামকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।

শ্রীপুরে বাস দুর্ঘটনায় মেডিকেল শিক্ষার্থীসহ আহত ২

টাকা না পেয়ে টঙ্গী সম্মিলিত ব্যাংক গ্রাহকদের বিক্ষোভ, কর্মকর্তা অবরুদ্ধ ‎

কর্মীকে বাঁচাতে গিয়ে হোটেল ব্যবসায়ী নিহত, অভিযুক্ত এক পরিবারের ৩ জন আটক

কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন স্কুলশিক্ষক

শ্রীপুরে পুকুর থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার, ঘটনাস্থলে আসছে বোম্ব ডিসপোজাল ইউনিট

শ্রীপুরে পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাই: দুই ডজন মামলার আসামি জাহাঙ্গীর গ্রেপ্তার

গাজীপুরে ধান গবেষণা ইনস্টিটিউটের কর্মশালা শুরু

গণভোটে নির্ধারিত হবে আগামীর বাংলাদেশ: জিসিসি প্রশাসক

পৌষ সংক্রান্তিতে কালীগঞ্জে আড়াই শ বছরের ঐতিহ্যবাহী ‘জামাই মেলা’

‎টঙ্গীতে দুটি পোশাক কারখানার শতাধিক শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি