হোম > সারা দেশ > গাজীপুর

টঙ্গীতে পয়োনালা দখলমুক্ত করল সিটি করপোরেশন

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীর শালিকচূঁড়া বাঁশপট্টি এলাকায় অবৈধভাবে ভরাট করা ‎পয়নালা দখলমুক্ত করে সিটি করপোরেশন। ছবি: আজকের পত্রিকা

গাজীপুরের টঙ্গীর শালিকচূঁড়া বাঁশপট্টি এলাকার একটি পয়োনালা অবৈধভাবে ভরাট করে আবাসন প্রকল্পের রাস্তা তৈরি করা হয়। সেই ‎পয়োনালা দখলমুক্ত করেছে সিটি করপোরেশন।

‎আজ মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত এই অভিযানের নেতৃত্ব দেন গাজীপুর সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (টঙ্গী জোন) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জহিরুল ইসলাম। সিটি করপোরেশন কর্তৃপক্ষ জানিয়েছে, নগরবাসীর জলাবদ্ধতা নিরসনে পয়নালা উদ্ধারে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে এই অভিযান চালানো হয়।

গাজীপুরের টঙ্গীর শালিকচূঁড়া বাঁশপট্টি এলাকায় অবৈধভাবে ভরাট করা ‎পয়নালা দখলমুক্ত করে সিটি করপোরেশন। ছবি: আজকের পত্রিকা

সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, গাজীপুরের সিটি করপোরেশনের টঙ্গীর শালিকচূড়া বাঁশপট্টি এলাকায় দীর্ঘদিন ধরে একটি পয়োনালা মাটি ভরাট করে দখলে নিয়ে বিভিন্ন স্থাপনা ও রাস্তা নির্মাণ করে একটি ভূমিদস্যু চক্র। ফলে নগরীর ৫০, ৫১, ৫২ ও ৫৩ নম্বর ওয়ার্ডের পয়োনালার পানিপ্রবাহে বাধা সৃষ্টি হয়। এতে কয়েক লাখ মানুষ জলাবদ্ধতার শিকার হয়। ‎

‎পয়োনালার পানিপ্রবাহ নির্বিঘ্ন করতে এই উচ্ছেদ অভিযান চালানো হয়। এ সময় ভেকু দিয়ে পাইপ ও অন্যান্য নির্মাণসামগ্রী সরিয়ে নালাটি পুনরুদ্ধার করা হয়।

শ্রীপুরে বাস দুর্ঘটনায় মেডিকেল শিক্ষার্থীসহ আহত ২

টাকা না পেয়ে টঙ্গী সম্মিলিত ব্যাংক গ্রাহকদের বিক্ষোভ, কর্মকর্তা অবরুদ্ধ ‎

কর্মীকে বাঁচাতে গিয়ে হোটেল ব্যবসায়ী নিহত, অভিযুক্ত এক পরিবারের ৩ জন আটক

কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন স্কুলশিক্ষক

শ্রীপুরে পুকুর থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার, ঘটনাস্থলে আসছে বোম্ব ডিসপোজাল ইউনিট

শ্রীপুরে পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাই: দুই ডজন মামলার আসামি জাহাঙ্গীর গ্রেপ্তার

গাজীপুরে ধান গবেষণা ইনস্টিটিউটের কর্মশালা শুরু

গণভোটে নির্ধারিত হবে আগামীর বাংলাদেশ: জিসিসি প্রশাসক

পৌষ সংক্রান্তিতে কালীগঞ্জে আড়াই শ বছরের ঐতিহ্যবাহী ‘জামাই মেলা’

‎টঙ্গীতে দুটি পোশাক কারখানার শতাধিক শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি