হোম > সারা দেশ > গাজীপুর

গবেষণা ছাড়া খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা আসত না: রুমানা আলী

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী বলেছেন, ‘প্রধানমন্ত্রী খাদ্যে স্বয়ংসম্পূর্ণতার জন্য গবেষণার ওপর গুরুত্ব দিয়েছেন। এ ছাড়া পুষ্টি বাগানের ওপর জোর দিয়েছেন তিনি। আওয়ামী লীগ গত ১৫ বছর সরকার গঠন করে ক্ষমতায় আছে। সরকারের সবচেয়ে বড় সফলতা হলো কৃষিক্ষেত্রের বিভিন্ন গবেষণা। খাদ্যে যে স্বয়ংসম্পূর্ণতা এসেছে তা গবেষণা ছাড়া সম্ভব হতো না।’ 

রুমানা আলী আরও বলেন, ‘বেসরকারি খাতে যারা খামারি আছেন তাঁদেরকে আরও বেশি উদ্বুদ্ধ করার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী। আমরা খাদ্য নিরাপত্তার জন্য কাজ করছি। কৃষি সম্পদের জন্যও সেভাবেই কাজ করে যাব।’ 

গাজীপুরের শ্রীপুর উপজেলা প্রশাসনের আয়োজনে আজ বৃহস্পতিবার প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠান করা হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী রুমানা আলী এসব কথা বলেন। 

প্রতিমন্ত্রী বলেন, ‘প্রতিটি গ্রামের প্রতিটি ঘরে কিন্তু আমরা গবাদিপশু, গরু-ছাগল, হাঁস-মুরগি পালন করি। বাড়িতে পশুপাখি পালনে পুরুষের পাশাপাশি আমাদের মা-বোনেরা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। গরু-ছাগল হাঁসমুরগি পালনে মা-বোনদের বেশি করে সম্পৃক্ত করতে পারলে অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।’ 

রুমানা আলী বলেন, ‘আপনারা যাঁরা পড়াশোনা শেষ করে চাকরির পেছনে ঘুরছেন। আমি বলব চাকরির পেছনে না ঘুরে নিজেই একজন উদ্যোক্তা হন। প্রাণিসম্পদ একটি বড় সম্পদ। বাংলাদেশের অনেক মানুষ এই সম্পদের ওপর ভর করে জীবন-জীবিকা নির্বাহ করছে। তাই আমরা নিজেই একজন উদ্যোক্তা হয়ে দেশটা এগিয়ে নিতে কাজ করি।’ 

প্রধানমন্ত্রী খাদ্যে স্বয়ংসম্পূর্ণতার জন্য গবেষণার ওপর গুরুত্ব দিয়েছেন বলে জানান রুমানা আলী। তিনি বলেন, ‘গত ১৫ বছর আওয়ামী লীগ সরকার গঠন করে ক্ষমতায় আছে। সরকারের সবচেয়ে বড় সফলতা হলো কৃষিক্ষেত্রের বিভিন্ন গবেষণা। খাদ্যে যে স্বয়ংসম্পূর্ণতা এসেছে তা গবেষণা ছাড়া সম্ভব হতো না।’ 

রুমানা আলী আরও বলেন, ‘নিজের শিশু সন্তানকে একটি দায়িত্ব দিয়ে ছেড়ে দেন। হতে পারে একটি হাঁস, একটি মুরগি কিংবা একটি কবুতর। তা থেকে সে কাজে মনোযোগী হবে। ভালো মানুষ হিসেবে গড়ে উঠবে। বই মেলার গেলে শিশুদের বই কিনে দিন আর বৃক্ষ মেলায় গেলে একটি গাছের চারা কিনে দিয়ে তাঁকে পরিচর্যার দায়িত্ব দেন। আরেকটি বিষয়ের ওপর প্রধানমন্ত্রী গুরুত্ব দিয়েছেন সেটি হলো পুষ্টি বাগান। আপনারা পুষ্টি বাগানের ওপর গুরুত্ব দেন।’ 

শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শোভন রাংসার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান শামসুল আলম প্রধান, সাবেক চেয়ারম্যান আব্দুল জলিল, জেলা ছাত্রলীগের সভাপতি সুলতান মো. সিরাজুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আতিকুর রহমান, রাজাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসিনা মমতাজ প্রমুখ।

মা-বাবাকে নির্যাতন, ছেলেকে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে রাখল প্রতিবেশীরা

কালিয়াকৈরে যুবককে গাছে বেঁধে হাতুড়িপেটা, আটক ১

শ্রীপুরে স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান

শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, ফটকে তালা ঝুলিয়ে পালিয়েছে কারখানা কর্তৃপক্ষ

গাজীপুরে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের নোটিশে শ্রমিকদের বিক্ষোভ

মেয়ের বাড়িতে যাওয়ার পথে প্রাণ গেল মায়ের

ছিনতাই প্রতিরোধের দাবিতে থানা ঘেরাও এলাকাবাসীর

কালীগঞ্জে চুরির হিড়িক: খোয়া যাচ্ছে কৃষকের সেচ পাম্প থেকে বিদ্যুতের তার, জনমনে আতঙ্ক

টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে নার্সিং শিক্ষার্থীর মৃত্যু

মনোনয়ন বিরোধে কালিয়াকৈরে বিএনপির দুই পক্ষে সংঘর্ষ-আগুন, আহত ১০