হোম > সারা দেশ > গাজীপুর

কালিয়াকৈরে করোনায় চারদিনের ব্যবধানে দুই সহোদরের মৃত্যু

প্রতিনিধি, কালিয়াকৈর (গাজীপুর)

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় করোনায় আক্রান্ত হয়ে চারদিনের ব্যবধানে দুই সহোদরের মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার (২৯ জুন) বিকেল ৩টায় ফজিলাতুন্নেছা মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান ছোট ভাই মো.শহীদ (৪৫)। চারদিনের ব্যবধানে আজ শনিবার (৩ জুলাই) শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে বিকেল সাড়ে পাঁচটায় মারা যান বড় ভাই মামুন (৫০)।

কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল হাকিম তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ফজিলাতুন্নেছা মুজিব মেডিকেল হাসপাতালে গত ২৮ জুন ছোট ভাই মো.শহীদ ভর্তি হন। তাঁর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়। নমুনার রিপোর্ট আসার আগেই তাঁর মৃত্যু হয়। পরে রিপোর্টে দেখা যায়, তিনি করোনা পজিটিভ ছিলেন। বড় ভাইয়ের করোনা উপসর্গ দেখা দিলে তিনিও করোনা পরীক্ষা করান। তাঁর রিপোর্টও পজিটিভ আসে। করোনা পজিটিভ নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হন। আজ শনিবার (৩ জুলাই) তাঁর মৃত্যু হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, ছোট ভাই মো.শহীদ কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের ইতালি বাজারে কাপড়ের ব্যবসা করতেন। আর বড় ভাই মামুন একই বাজারে ওষুধের ব্যবসা করতেন।

জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ শফিকুল মারা গেছেন

গাজীপুরে ২ বিদেশি পিস্তল ও ২৪টি গুলিসহ ‘মিয়া কসাই’ গ্রেপ্তার

লাউ চাষেই স্বপ্নপূরণ, দম্পতির মুখে সাফল্যের হাসি

‎হাদি হত্যার বিচারের দাবিতে টঙ্গীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ

গাজীপুরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা: কুড়িগ্রাম থেকে অভিযুক্ত স্বামী গ্রেপ্তার

স্ত্রীকে হত্যার পর শ্বশুরকে ফোন, ‘এসে মেয়ের লাশ নিয়ে যান’

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে নানি-নাতনিসহ নিহত ৩

শ্রীপুরে ইটভাটায় ডেকে নিয়ে জাসাস নেতাকে হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১

‎টঙ্গীতে যৌথ বাহিনীর অভিযানে জুলাই যোদ্ধা তাহরিমা গ্রেপ্তার

টঙ্গীতে পোশাক কারখানার অর্ধশতাধিক নারী শ্রমিক অসুস্থ