হোম > সারা দেশ > গাজীপুর

গাজীপুরে ভাওয়াল কলেজের আবাসিক হল খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ 

গাজীপুর প্রতিনিধি

আবাসিক হল খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ করছে গাজীপুরে ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের ছাত্রীরা। আজ বুধবার অধ্যক্ষের অফিস কক্ষের সামনে বিক্ষোভ হয়। ঘন্টা খানিক অবস্থানের পর শিক্ষকদের আশ্বাসে তারা চলে যায়। 

শিক্ষার্থীরা বলেন, গত ১ জুলাই আগামী এক বছরের সেশন ফি নিয়েছে কলেজ কর্তৃপক্ষ। কিন্তু আমরা ২০ দিনও হলে থাকতে পারিনি। গত ৮ আগস্ট হঠাৎ হল বন্ধের নোটিশ দেওয়া হয়। তখন অনেক শিক্ষার্থী বাড়িতে থাকায়, তারা তাদের জরুরি জিনিসপত্র কিছুই হল থেকে নিতে পারেনি। 

তারা বলেন, শিক্ষার্থীদের বই, জামা–কাপড়, রেজিস্ট্রেশন কার্ড সব হলে রয়েছে। এমতাবস্থায় পড়াশোনা ব্যাপক ক্ষতি হচ্ছে। আগামী মাস থেকে ১ম বর্ষের পরীক্ষা। আশপাশে কোথাও বাসা পাওয়া যাচ্ছে না। সমস্যার সমাধান না করলে মহাসড়ক অবরোধ করা হবে। 

তারা আরও বলেন, কলেজ অধ্যক্ষ বারবার আশ্বাস দিচ্ছেন, কিন্তু হল খুলে দিচ্ছেন না। আমাদের হল খুলে না দিলে টাকা ফেরত দিতে হবে। টাকা ফেরত না দিলে আজকের মধ্যেই হল খুলে দিতে হবে। 

এ বিষয়ে গাজীপুর ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মাসুদা সিকদার আজকের পত্রিকাকে বলেন, ‘কলেজের ছেলেদের হোস্টেলে ঝামেলা এ জন্য নিরাপত্তার কারণে মেয়েদের হল বন্ধ ঘোষণা করা হয়েছে। এখন তাদের হল খুলে দিলে ছেলেরাও দাবি করবে। বিকেলে একটি সভা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’

টঙ্গীতে কারখানায় অর্ধশত পোশাকশ্রমিক অসুস্থ

নির্বাচনে সাড়ে ৫ লাখ আনসার সদস্য দায়িত্ব পালন করবেন: স্বরাষ্ট্র উপদেষ্টা

গ্রামীণ ফেব্রিকস কারখানায় হামলা ও কর্মকর্তাদের অবরুদ্ধ করার ঘটনায় ৬ শ্রমিক গ্রেপ্তার

‎টঙ্গীতে বিদেশি পিস্তলসহ যুবক আটক

কালিয়াকৈরে তিতাস গ্যাস লাইনে লিকেজ থেকে আগুন, আতঙ্কে বাসিন্দারা

শ্রীপুরে ব্যাডমিন্টন খেলা নিয়ে ঝগড়া, ছেলেকে রক্ষা করতে গিয়ে প্রাণ গেল মায়ের

শ্রীপুরে ভাঙারি ব্যবসার আড়ালে অস্ত্র ব্যবসা, যৌথ অভিযানে অস্ত্র-গুলিসহ যুবক গ্রেপ্তার

গাজীপুরের শ্রীপুর: সিলিকার লোভে শত ফুট গর্ত

গাজীপুরে ঝুটের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট

গাজীপুরে মোটরসাইকেল কেনাবেচার ছলে এনসিপি কর্মীকে গুলি, অল্পের জন্য রক্ষা