হোম > সারা দেশ > গাজীপুর

টঙ্গীতে যৌথ বাহিনীর অভিযানে আটক ৬০

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

গ্রেপ্তার ব্যক্তিরা। ছবি: আজকের পত্রিকা

গাজীপুরের টঙ্গীতে মাদক, ছিনতাই, ডাকাতিসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে টঙ্গীর হাজি মাজার বস্তিতে অভিযান পরিচালনা করেছে যৌথ বাহিনী।

আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শুরু হয় এই অভিযান। এতে অংশ নিয়েছেন গাজীপুর মহানগর পুলিশ, সেনাবাহিনী, র‍্যাবসহ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

শনিবার রাত ১০টা পর্যন্ত অভিযানে ৬০ ব্যক্তিকে আটক করা হয়।

পুলিশ জানায়, টঙ্গীর তুরাগ নদের পাশে হাজি মাজার বস্তি। বস্তিটিতে প্রায় ৫০ হাজার মানুষের বসবাস। বস্তি ঘিরে নানা অপরাধীদের বাস। দিনে ও সন্ধ্যার পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কসহ আশপাশের এলাকায় চুরি, ছিনতাই, ডাকাতিসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ে অপরাধীরা। অনেক ছিনতাইকারী মহাসড়কে ছিনতাই শেষে এই বস্তিতে আশ্রয় নেয়। পাশাপাশি বস্তিটিতে মাদকদ্রব্য বিক্রি, সংগ্রহ বা যত্রতত্র সেবনের অভিযোগ রয়েছে।

নানা অভিযোগের পরিপ্রেক্ষিতে শনিবার সন্ধ্যার পর বস্তিটিতে অভিযানে নামে যৌথ বাহিনী। এ সময় বস্তির বিভিন্ন ঘরে তল্লাশিসহ অপরাধী সন্দেহে ৬০ জনকে আটক ও ৩৯ হাজার ৪০০ টাকা, দুটি ছোরা, দুটি চাকু, স্লাই রেঞ্চ, একটি কাটিং প্লাস, চারটি হার্ড ডিস্ক, চারটি মোবাইল ফোন ও চার লিটার দেশীয় মদ জব্দ করা হয়।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী উপ-পুলিশ কমিশনার (টঙ্গী জোন) মেহেদী হাসান দীপু বলেন, ‘ছিনতাই, ডাকাতি, মাদকদ্রব্য বিক্রিসহ বিভিন্ন অভিযোগের ভিত্তিতে আমরা (যৌথ বাহিনী) বস্তিটিতে অভিযান চালিয়ে ৬০ জনকে আটক করেছি। আগামীকাল টঙ্গী পশ্চিম থানায় মামলা করার পর আটক ব্যক্তিদের আদালতে পাঠানো হবে।’

গাজীপুরকে সমন্বিত ও পরিবেশবান্ধব মেগা উন্নয়ন প্রকল্পের আওতায় আনা হবে: স্থানীয় সরকার সচিব

রিমান্ডে নেওয়ার সময় কাশিমপুর কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

গাজীপুরে কার্টন কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট

শনিবারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষা স্থগিত

‎ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে টঙ্গীতে মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

হাদি হত্যা: ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ ছাত্র-জনতার

শ্রীপুরে চোর ধরতে গিয়ে পরিত্যক্ত ঘরে মিলল নিখোঁজ ব্যবসায়ীর লাশ

বিদ্যুৎ সঞ্চালন লাইনে আগুন, স্ফুলিঙ্গ নিচে পড়ে ট্রাক ও ঝুটগুদাম পুড়ে ছাই

গাজীপুরে বিজয় দিবসে ছাদ থেকে পতাকা নামাতে গিয়ে পড়ে নিরাপত্তাকর্মীর মৃত্যু

কোটি টাকার সেতুতে উঠতে হয় মই দিয়ে