হোম > সারা দেশ > গাজীপুর

গাজীপুরে ড্রেন থেকে অজ্ঞাত পরিচয়ের কিশোরের মরদেহ উদ্ধার

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় একটি ড্রেন থেকে অজ্ঞাত পরিচয়ের এক কিশোরের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার দুপুরে উপজেলার নাগরী ইউনিয়নের বড়কাউ গ্রামের মসজিদ সংলগ্ন ২৫ নম্বর সেক্টরের ৩৩ নম্বর প্লটের পার্শ্ববর্তী একটি ড্রেন থেকে ওই কিশোরের মরদেহ উদ্ধার করে উলুখোলা ফাঁড়ির পুলিশ। 

বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার আওতাধীন উলুখোলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মধু সুধন পাণ্ডে। 

অজ্ঞাত ওই কিশোরের আনুমানিক বয়স ১৭ বছর। তার পড়নে নেভি ব্লু ফুল প্যান্ট, কফি কালারের গেঞ্জি ও ধূসর রঙ্গের জ্যাকেট ছিল। থুতনির নিচে অংশের গলা কাটা ছিল বলে জানিয়েছে পুলিশ। 

পুলিশ ফাঁড়ির ইনচার্জ মধু সুধন পাণ্ডে আজকের পত্রিকাকে বলেন, ‘স্থানীয়রা দুপুর ১২টার দিকে নাগরী ইউনিয়নের বড়কাউ গ্রামের মসজিদ সংলগ্ন ২৫ নম্বর সেক্টরের ৩৩ নম্বর প্লটের পার্শ্ববর্তী একটি ড্রেনে ওই কিশোরের মরদেহ পড়ে থাকতে দেখে। পড়ে উলুখোলা ফাঁড়িতে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।’ 

এসআই মধু সুধন আরও বলেন, ‘ঘটনাস্থলে গলাকাটার কোনো আলামত উদ্ধার করতে পারেনি পুলিশ। তাই ধারণা করা হচ্ছে—গত রাতে কেউ তাকে গলা কেটে হত্যার পর মরদেহ এখানে ফেলে গেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’ 

মা-বাবাকে নির্যাতন, ছেলেকে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে রাখল প্রতিবেশীরা

কালিয়াকৈরে যুবককে গাছে বেঁধে হাতুড়িপেটা, আটক ১

শ্রীপুরে স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান

শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, ফটকে তালা ঝুলিয়ে পালিয়েছে কারখানা কর্তৃপক্ষ

গাজীপুরে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের নোটিশে শ্রমিকদের বিক্ষোভ

মেয়ের বাড়িতে যাওয়ার পথে প্রাণ গেল মায়ের

ছিনতাই প্রতিরোধের দাবিতে থানা ঘেরাও এলাকাবাসীর

কালীগঞ্জে চুরির হিড়িক: খোয়া যাচ্ছে কৃষকের সেচ পাম্প থেকে বিদ্যুতের তার, জনমনে আতঙ্ক

টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে নার্সিং শিক্ষার্থীর মৃত্যু

মনোনয়ন বিরোধে কালিয়াকৈরে বিএনপির দুই পক্ষে সংঘর্ষ-আগুন, আহত ১০