হোম > সারা দেশ > গাজীপুর

গাজীপুরে চলন্ত বাসে ডাকাতি, গ্রেপ্তার ৪ 

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর মহানগরীর কাশিমপুর থানাধীন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যাত্রীবাহী চলন্ত বাসে যাত্রী বেশে ডাকাতির ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির সময় লুট করা নগদ টাকা ও মালামাল উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। 

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন—মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার লাল মিয়া শেখের ছেলে জুয়েল হোসেন (২৩), ময়মনসিংহ জেলার ধোবাউড়া থানার আব্দুস সোবাহানের ছেলে মো. নিলয় হোসেন (২০), মানিকগঞ্জ জেলার ঘিওর থানার মৃত আয়েব পোদ্দারের ছেলে তারেক জিয়া (১৯), লালমনিরহাট জেলার কালিগঞ্জ থানার আদম আলির ছেলে মো. জুয়েল রানা (১৮)। তারা সকলেই রাজধানীর আশুলিয়া থানা এলাকায় ভাড়া থেকে ডাকাতি করে। এ সব তথ্য জানিয়েছেন গাজীপুর মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার মো. জাকির হাসান। 

পুলিশ কমিশনার আরও জানান, গত ২৮ জুন রাত সাড়ে ১২টার দিকে সময় সাভার পরিবহনের একটি যাত্রীবাহী বাস (রেজিঃ ঢাকা মেট্রো-ব-১৫-২৬৯১) রাজধানীর আশুলিয়া থানার সামনে থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক দিয়ে জিরানী বাজার আসার উদ্দেশ্যে যাত্রা করে। পথে রাত পৌনে একটার দিকে কাশিমপুর থানাধীন তেতুইবাড়ী সাকিন এলাকার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বাসটির চলন্ত অবস্থায় বাসে থাকা ৬-৭ জন যাত্রীবেশী ডাকাত সবাইকে জিম্মি করে। এ সময় তারা বাসের সুপারভাইজার মো. রিপন দেওয়ানকে মারপিট করে এবং বাসের চালক জুনায়েদকে ধারালো চাকু দিয়ে আঘাত করে। পরে চালকের আসনে ১ জন ডাকাত বসে গাড়িটির নিয়ন্ত্রণ নেয়। অজ্ঞাতনামা ডাকাতেরা বাসে থাকা যাত্রীদের কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ফোনসহ সর্বমোট ১ লাখ ৩২ হাজার ৮৭০ টাকা লুট করে। পরে ডাকাতি শেষে রাত পৌনে দুইটার দিকে গাজীপুরের কাশিমপুর থানা এলাকার জিরানী বাজারে রেডিয়্যাল ইন্টারন্যাশনাল ফ্যাক্টরির সামনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বাসটি থামিয়ে যাত্রীদের চোখ, হাত বাঁধা অবস্থায় রেখে ডাকাতেরা বাস থেকে নেমে পালিয়ে যায়। 

এ ঘটনায় ওই বাসের যাত্রী মো. হাসেম আলী (৩৪) বাদী হয়ে গাজীপুর মহানগরীর কাশিমপুর থানায় গতকাল শুক্রবার রাতে মামলা দায়ের করেন। 

পুলিশ কমিশনার জাকির হাসান বলেন, এ বিষয়ে মামলা হওয়ার পর থেকেই কাশিমপুর থানা-পুলিশের একাধিক দল তথ্য প্রযুক্তির সহায়তায় রাজধানীর আশুলিয়া, গাজীপুরের কাশিমপুরসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে লুট হওয়া নগদ টাকা, মোবাইল ফোন এবং ডাকাতির কাজে ব্যবহৃত অস্ত্রসহ ৪ জন ডাকাতকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা জানিয়েছে। এ ছাড়া পলাতক আরও দুই সহযোগী আসামির নাম ঠিকানা প্রকাশ করেছে। তারা দীর্ঘদিন ধরে নবীনগর থেকে টাঙ্গাইল মহাসড়কে বাসে ডাকাতি করে আসছিল। পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।’

শ্রীপুরে বাস দুর্ঘটনায় মেডিকেল শিক্ষার্থীসহ আহত ২

টাকা না পেয়ে টঙ্গী সম্মিলিত ব্যাংক গ্রাহকদের বিক্ষোভ, কর্মকর্তা অবরুদ্ধ ‎

কর্মীকে বাঁচাতে গিয়ে হোটেল ব্যবসায়ী নিহত, অভিযুক্ত এক পরিবারের ৩ জন আটক

কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন স্কুলশিক্ষক

শ্রীপুরে পুকুর থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার, ঘটনাস্থলে আসছে বোম্ব ডিসপোজাল ইউনিট

শ্রীপুরে পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাই: দুই ডজন মামলার আসামি জাহাঙ্গীর গ্রেপ্তার

গাজীপুরে ধান গবেষণা ইনস্টিটিউটের কর্মশালা শুরু

গণভোটে নির্ধারিত হবে আগামীর বাংলাদেশ: জিসিসি প্রশাসক

পৌষ সংক্রান্তিতে কালীগঞ্জে আড়াই শ বছরের ঐতিহ্যবাহী ‘জামাই মেলা’

‎টঙ্গীতে দুটি পোশাক কারখানার শতাধিক শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি