হোম > সারা দেশ > গাজীপুর

গাজীপুর মহানগর তাঁতী লীগের সভাপতি র‍্যাবের হাতে গ্রেপ্তার

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর হামলা ও গুলিবর্ষণের অভিযোগে গাজীপুর মহানগর তাঁতী লীগের সভাপতি শাহ আলমকে (৪৯) গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল শুক্রবার সন্ধ্যায় রাজধানীর তুরাগ থানার নয়ানগর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে এক বিজ্ঞপ্তিতে র‍্যাব-১-এর সহকারী পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান এ তথ্য জানিয়েছেন।

গ্রেপ্তার শাহ আলম টঙ্গীর মধুমতী এলাকার মৃত আমিনুল্লাহর ছেলে। তিনি গাজীপুর মহানগরীর বাসন থানায় করা একটি হত্যা মামলার আসামি। গতকাল সন্ধ্যায় গ্রেপ্তারের পর র‍্যাবের কার্যালয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়।

বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, তথ্যপ্রযুক্তি ও র‍্যাবের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর তুরাগ থানার নয়ানগর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। 
এ সময় তাঁর কাছ থেকে দুটি মোবাইল ফোন, দুটি সিম কার্ড, একটি এনআইডি কার্ড, দুটি এটিএম কার্ড, দুটি শপিং কার্ড ও নগদ ২ হাজার ৭৩০ টাকা জব্দ করা হয়। বেলা দেড়টার দিকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানায় তাঁকে হস্তান্তর করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের থানায় একটি মামলায় গাজীপুর মহানগর তাঁতী লীগের সভাপতি শাহ আলমকে র‍্যাব হস্তান্তর করেছে। আজ তাঁকে আদালতে পাঠানো হচ্ছে।’

‎টঙ্গীতে দুটি পোশাক কারখানার শতাধিক শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি

কালিয়াকৈরে মাদ্রাসার টয়লেট থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

টঙ্গীতে কারখানায় অর্ধশত পোশাকশ্রমিক অসুস্থ

নির্বাচনে সাড়ে ৫ লাখ আনসার সদস্য দায়িত্ব পালন করবেন: স্বরাষ্ট্র উপদেষ্টা

গ্রামীণ ফেব্রিকস কারখানায় হামলা ও কর্মকর্তাদের অবরুদ্ধ করার ঘটনায় ৬ শ্রমিক গ্রেপ্তার

‎টঙ্গীতে বিদেশি পিস্তলসহ যুবক আটক

কালিয়াকৈরে তিতাস গ্যাস লাইনে লিকেজ থেকে আগুন, আতঙ্কে বাসিন্দারা

শ্রীপুরে ব্যাডমিন্টন খেলা নিয়ে ঝগড়া, ছেলেকে রক্ষা করতে গিয়ে প্রাণ গেল মায়ের

শ্রীপুরে ভাঙারি ব্যবসার আড়ালে অস্ত্র ব্যবসা, যৌথ অভিযানে অস্ত্র-গুলিসহ যুবক গ্রেপ্তার

গাজীপুরের শ্রীপুর: সিলিকার লোভে শত ফুট গর্ত