হোম > সারা দেশ > গাজীপুর

টঙ্গীতে নিরাপত্তাকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

প্রতীকী ছবি

গাজীপুরের টঙ্গীতে এক নিরাপত্তাকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। আজ রোববার বিকেল সাড়ে ৪টার দিকে টঙ্গীর স্টেশন রোড এলাকায় একটি ছয়তলা ভবনের কক্ষে লাশটি পাওয়া যায়।

‎মৃত ওই নিরাপত্তাকর্মীর নাম মুকাদ্দাস হোসাইন (৩৬)। তিনি শরীয়তপুর জেলার ডামুড্ডা থানার সিড্যা গ্রামের মোফাজ্জল হোসাইনের ছেলে। তিনি টঙ্গী ক্যাপিটাল ডেভেলপমেন্ট লিমিটেড (সিডিএল) নামের একটি মার্কেটের নিরাপত্তাকর্মী (সুপারভাইজার) হিসেবে কাজ করতেন। মুকাদ্দাস টঙ্গীর স্টেশন রোড এলাকায় ছয়তলা ভবনের একটি কক্ষ ভাড়া নিয়ে বাস করতেন।

‎থানার উপপরিদর্শক (এসআই) মুসাব্বির হোসেন জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

‎পুলিশ জানায়, মুকাদ্দাস আজ কাজে যাননি। এ জন্য মুকাদ্দাসের সহকর্মীরা বিকেলে তাঁর বাসায় যান। পরে তাঁকে কক্ষের বাইরে থেকে ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে আশপাশের লোকজনকে ডাকেন। এ সময় জানালা দিয়ে ওই কক্ষের ভেতর মুকাদ্দাসের ঝুলন্ত নিথর দেহ দেখতে পান তাঁরা। পরে খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা বলে ধারণা করছে পুলিশ। টঙ্গী পূর্ব থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বলেন, লাশের ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হবে।

শ্রীপুরে বাস দুর্ঘটনায় মেডিকেল শিক্ষার্থীসহ আহত ২

টাকা না পেয়ে টঙ্গী সম্মিলিত ব্যাংক গ্রাহকদের বিক্ষোভ, কর্মকর্তা অবরুদ্ধ ‎

কর্মীকে বাঁচাতে গিয়ে হোটেল ব্যবসায়ী নিহত, অভিযুক্ত এক পরিবারের ৩ জন আটক

কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন স্কুলশিক্ষক

শ্রীপুরে পুকুর থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার, ঘটনাস্থলে আসছে বোম্ব ডিসপোজাল ইউনিট

শ্রীপুরে পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাই: দুই ডজন মামলার আসামি জাহাঙ্গীর গ্রেপ্তার

গাজীপুরে ধান গবেষণা ইনস্টিটিউটের কর্মশালা শুরু

গণভোটে নির্ধারিত হবে আগামীর বাংলাদেশ: জিসিসি প্রশাসক

পৌষ সংক্রান্তিতে কালীগঞ্জে আড়াই শ বছরের ঐতিহ্যবাহী ‘জামাই মেলা’

‎টঙ্গীতে দুটি পোশাক কারখানার শতাধিক শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি