হোম > সারা দেশ > গাজীপুর

৯ মাস ধরে নিখোঁজ ছায়েদ

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কালিয়াকৈরে নিখোঁজের ৯ মাসেও হদিস মেলেনি আবু ছায়েদের। গত ২৪ জানুয়ারি বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তাঁর আর খোঁজ নেই। এখন পর্যন্ত পুলিশও কোনো সূত্র পায়নি।

এ ঘটনায় গত ২৯ জানুয়ারি ছায়েদের বোনের স্বামী কালিয়াকৈর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

জিডি ও পরিবার সূত্রে জানা যায়, আবু ছায়েদ (৪০) কালিয়াকৈর উপজেলা পৌরসভার পীরেরটেকি এলাকার মৃত ধলা মিয়ার ছেলে। চার-পাঁচ দিন খোঁজাখুঁজি করে কোনো হদিস না পেয়ে পরিবারের পক্ষ থেকে জিডি করা হয়। সেই জিডির সূত্র ধরে পুলিশ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে। আবু ছায়েদের মোবাইল নম্বর ধরেও প্রযুক্তি ব্যবহার করে অবস্থান শনাক্ত করতে ব্যর্থ হয়েছে পুলিশ।

আবু ছায়েদের বোনের স্বামী হারুন অর রশিদ বলেন, ‘নিখোঁজের দিন থেকে আত্মীয়স্বজনের বাড়িসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজা হয়েছে ছায়েদকে। ছায়েদের মা ও ছোট ভাই ছায়েদের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। দুশ্চিন্তার মধ্যে সময় কাটাচ্ছে সাইদের পরিবার।’

ছায়েদের মা বলেন, ‘আমার ছেলেকে কেউ হত্যা করেছে নাকি গুম করেছে, সে বিষয়ে জানতে চাই।’

ছায়েদের সন্ধানে কোনো অগ্রগতি হয়েছ কি না, জানতে চাইলে কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) রাহাদুজ্জামান আকন্দ বলেন, ‘অনেক চেষ্টার পরও আবু ছায়েদের সন্ধান মেলেনি। উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।’

পৌষ সংক্রান্তিতে কালীগঞ্জে আড়াই শ বছরের ঐতিহ্যবাহী ‘জামাই মেলা’

‎টঙ্গীতে দুটি পোশাক কারখানার শতাধিক শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি

কালিয়াকৈরে মাদ্রাসার টয়লেট থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

টঙ্গীতে কারখানায় অর্ধশত পোশাকশ্রমিক অসুস্থ

নির্বাচনে সাড়ে ৫ লাখ আনসার সদস্য দায়িত্ব পালন করবেন: স্বরাষ্ট্র উপদেষ্টা

গ্রামীণ ফেব্রিকস কারখানায় হামলা ও কর্মকর্তাদের অবরুদ্ধ করার ঘটনায় ৬ শ্রমিক গ্রেপ্তার

‎টঙ্গীতে বিদেশি পিস্তলসহ যুবক আটক

কালিয়াকৈরে তিতাস গ্যাস লাইনে লিকেজ থেকে আগুন, আতঙ্কে বাসিন্দারা

শ্রীপুরে ব্যাডমিন্টন খেলা নিয়ে ঝগড়া, ছেলেকে রক্ষা করতে গিয়ে প্রাণ গেল মায়ের

শ্রীপুরে ভাঙারি ব্যবসার আড়ালে অস্ত্র ব্যবসা, যৌথ অভিযানে অস্ত্র-গুলিসহ যুবক গ্রেপ্তার