হোম > সারা দেশ > গাজীপুর

টঙ্গীতে লোহার পাইপ পড়ে শিশুর মৃত্যু

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীতে লোহার পাইপের আঘাতে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে আউচপাড়া মোক্তারবাড়ি রোড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

নিহত শিশুর নাম আজিজুল মুন্সি ইকবাল (৭)। আজিজুল শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলার মাস্টার হাটখোলা গ্রামের ইয়াসিন মুন্সির ছেলে। আজিজুল স্থানীয় বাইতুল কোরআন আলিয়া মাদ্রাসার প্রথম শ্রেণির ছাত্র ছিল। 

স্থানীয় থানা-পুলিশ জানিয়েছে, মঙ্গলবার সকালে ওই এলাকার হাই ভিশন রিয়েল এস্টেট অ্যান্ড ডেভেলপার লিমিটেড নামক একটি প্রতিষ্ঠানের নির্মাণাধীন ভবনের নির্মাণসামগ্রী সরিয়ে নিচ্ছিলেন শ্রমিকেরা। এ সময় ওই ভবনের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল শিশু আজিজুল। হঠাৎ নির্মাণকাজে ব্যবহৃত একটি পাইপ ছিটকে পড়ে শিশু আজিজুলের ওপর। এতে মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই আজিজুলের মৃত্যু হয়। পরে স্থানীয় লোকজন পুলিশে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। 

হাই ভিশন রিয়েল এস্টেট অ্যান্ড ডেভেলপার লিমিটেড কোম্পানির পরিচালক আবুল হোসেন বলেন, ‘আমি দুর্ঘটনার সময় ছিলাম না। পুলিশ আমাদের লোকজনদের ধরে থানায় নিয়ে গেছে। নির্মাণকাজ বন্ধ আছে। থানায় যাচ্ছি। এটা থানায় মীমাংসা করব।’ 

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘নিহতের পরিবারের পক্ষ থেকে কেউ লিখিত অভিযোগ দায়ের করেনি। ঘটনাস্থল থেকে জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’ 

জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ শফিকুল মারা গেছেন

গাজীপুরে ২ বিদেশি পিস্তল ও ২৪টি গুলিসহ ‘মিয়া কসাই’ গ্রেপ্তার

লাউ চাষেই স্বপ্নপূরণ, দম্পতির মুখে সাফল্যের হাসি

‎হাদি হত্যার বিচারের দাবিতে টঙ্গীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ

গাজীপুরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা: কুড়িগ্রাম থেকে অভিযুক্ত স্বামী গ্রেপ্তার

স্ত্রীকে হত্যার পর শ্বশুরকে ফোন, ‘এসে মেয়ের লাশ নিয়ে যান’

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে নানি-নাতনিসহ নিহত ৩

শ্রীপুরে ইটভাটায় ডেকে নিয়ে জাসাস নেতাকে হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১

‎টঙ্গীতে যৌথ বাহিনীর অভিযানে জুলাই যোদ্ধা তাহরিমা গ্রেপ্তার

টঙ্গীতে পোশাক কারখানার অর্ধশতাধিক নারী শ্রমিক অসুস্থ