হোম > সারা দেশ > গাজীপুর

টানা ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পেল ২০ শিশু

প্রতিনিধি, কাপাসিয়া (গাজীপুর)

গাজীপুরের কাপাসিয়া উপজেলার সনমানিয়া ইউনিয়নের মামরদী গ্রামে মসজিদে গিয়ে টানা ৪০ দিন জামাতে পাঁচ ওয়াক্ত নামাজ পড়েছে স্থানীয় ২০ শিশু। এই কাজের পুরস্কার হিসেবে তাদেরকে বাইসাইকেল উপহার দেওয়া হয়েছে।

এ ব্যতিক্রমধর্মী প্রতিযোগিতার অংশগ্রহণ করে গ্রামের স্কুল, কলেজ ও মাদ্রাসা পড়ুয়া ২৯ জন শিক্ষার্থী। কাপাসিয়া উপজেলার সনমানিয়া ইউনিয়নের মামরদী গ্রামের কৃতি সন্তান অধ্যাপক মাওলানা মো. তোফাজ্জল হোসেনের নেতৃত্বে মামুরদী উত্তর পাড়া কেন্দ্রীয় জামে মসজিদের কতিপয় ধর্মপ্রাণ মুসল্লিদের উদ্যোগে এ আয়োজন করা হয়। 

আনুষ্ঠানিকভাবে গতকাল বৃহস্পতিবার বিকেলে মামরদী উত্তর পাড়া কেন্দ্রীয় জামে মসজিদ চত্বরে প্রতিযোগিতায় সাফল্য অর্জনকারী ২০ ছাত্রর হাতে পুরস্কার বাইসাইকেল ও হাত ঘড়ি তুলে দেওয়া  হয়েছে। পুরস্কার প্রদানের সময় উপস্থিত ছিলেন প্রতিযোগিতার প্রধান উদ্যোক্তা মাওলানা তোফাজ্জল হোসেন, সৌদি আরবের জেদ্দা জামে মসজিদের ইমাম মাওলানা আবুল হোসেন, মাওলানা মো. মোফাজ্জল হোসেন। 

এ ব্যাপারে তোফাজ্জল হোসেন জানান, গ্রামের স্কুল, কলেজ ও মাদ্রাসার ছাত্রদের মসজিদে এসে জামায়াতে নামাজ পড়ার অভ্যাস গড়ে তোলার লক্ষ্যে উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের ধারণার চেয়ে অনেক বেশি সাড়া পড়েছে। প্রতিযোগিতায় শুরুতে ২৯ জন অংশ গ্রহণ করে, শেষ পর্যন্ত ২০ জন ছাত্র সফল হয়েছে। 

তিনি আরও জানান, সবাইকে ৬ হাজার ২০০ টাকা মূল্যের প্রিন্স সাইকেল উপহার হিসেবে দেওয়া হয়েছে। এতে খরচ হয়েছে ১ লাখ ২৪ হাজার টাকা। এ প্রতিযোগিতায় পৃষ্ঠপোষকতা করেছেন এলাকার ব্যক্তি ও কয়েকজন প্রবাসী। 

গাজীপুরে কার্টন কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট

শনিবারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষা স্থগিত

‎ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে টঙ্গীতে মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

হাদি হত্যা: ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ ছাত্র-জনতার

শ্রীপুরে চোর ধরতে গিয়ে পরিত্যক্ত ঘরে মিলল নিখোঁজ ব্যবসায়ীর লাশ

বিদ্যুৎ সঞ্চালন লাইনে আগুন, স্ফুলিঙ্গ নিচে পড়ে ট্রাক ও ঝুটগুদাম পুড়ে ছাই

গাজীপুরে বিজয় দিবসে ছাদ থেকে পতাকা নামাতে গিয়ে পড়ে নিরাপত্তাকর্মীর মৃত্যু

কোটি টাকার সেতুতে উঠতে হয় মই দিয়ে

জুলাই রেবেলস সদস্যকে হত্যাচেষ্টা: প্রধান আসামি ঠোঁটকাটা আলতাফ গ্রেপ্তার

মা-বাবাকে নির্যাতন, ছেলেকে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে রাখল প্রতিবেশীরা