হোম > সারা দেশ > গাজীপুর

গাজীপুরে গোসল করার সময় পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

গাজীপুর প্রতিনিধি

প্রতীকী ছবি

গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানাধীন দেওয়ালিয়াবাড়ী এলাকায় পুকুরে গোসল করতে গিয়ে রোববার (৬ জুলাই) বেলা ১১টার দিকে পানিতে ডুবে দুই কিশোরের মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধারের পর আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

মৃত্যুবরণকারীরা হলো রংপুরের মিঠাপুকুর থানার বড় মির্জাপুর এলাকার আকমাল হোসেনের ছেলে জুনায়েদ (১২) এবং সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার তালতলা গ্রামের মো. শামীমের ছেলে আব্দুল মমিন (১২)। তারা দেউলিয়াবাড়ী এলাকায় পিতামাতার সঙ্গে ভাড়া বাসায় থাকত। তারা স্থানীয় একটি মাদ্রাসায় পঞ্চম শ্রেণিতে পড়াশোনা করত।

দুই কিশোরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন আহমেদ।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, রোববার সকালে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানাধীন দেউলিয়াবাড়ী এলাকায় পুকুরের পানিতে গোসল করতে নামে ওই দুই কিশোর। গোসলের একপর্যায়ে গভীর পানিতে তারা ডুবে যায়। স্থানীয় লোকজন তাদের উদ্ধারের চেষ্টা চালায়। কিন্তু উদ্ধার করতে না পেরে পুলিশকে জানানো হয়। পরে পুলিশ গিয়ে স্থানীয়দের সহযোগিতায় বেলা ১১টার পর তাদের দুজনের মরদেহ উদ্ধার করে।

ওসি সালাউদ্দিন জানান, তাদের মৃত্যুর কারণের বিষয়ে কারও কোনো সন্দেহ নেই। তাই পরিবারের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তেই লাশ হস্তান্তর করা হয়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

‎টঙ্গীতে দুটি পোশাক কারখানার শতাধিক শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি

কালিয়াকৈরে মাদ্রাসার টয়লেট থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

টঙ্গীতে কারখানায় অর্ধশত পোশাকশ্রমিক অসুস্থ

নির্বাচনে সাড়ে ৫ লাখ আনসার সদস্য দায়িত্ব পালন করবেন: স্বরাষ্ট্র উপদেষ্টা

গ্রামীণ ফেব্রিকস কারখানায় হামলা ও কর্মকর্তাদের অবরুদ্ধ করার ঘটনায় ৬ শ্রমিক গ্রেপ্তার

‎টঙ্গীতে বিদেশি পিস্তলসহ যুবক আটক

কালিয়াকৈরে তিতাস গ্যাস লাইনে লিকেজ থেকে আগুন, আতঙ্কে বাসিন্দারা

শ্রীপুরে ব্যাডমিন্টন খেলা নিয়ে ঝগড়া, ছেলেকে রক্ষা করতে গিয়ে প্রাণ গেল মায়ের

শ্রীপুরে ভাঙারি ব্যবসার আড়ালে অস্ত্র ব্যবসা, যৌথ অভিযানে অস্ত্র-গুলিসহ যুবক গ্রেপ্তার

গাজীপুরের শ্রীপুর: সিলিকার লোভে শত ফুট গর্ত