হোম > সারা দেশ > গাজীপুর

শ্রীপুরে বিদ্যুতায়িত হয়ে কৃষকের মৃত্যু

গাজীপুরের শ্রীপুরে বাড়িতে কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুরে উপজেলার গাজীপুর ইউনিয়নের শৈলাট গ্রামে এ ঘটনা। 

মৃতের নাম আবুল কালাম আজাদ (৬৫)। তিনি শৈলাট পূর্বপাড়া গ্রামের মৃত কাজিম উদ্দিনের ছেলে। 

মৃতের প্রতিবেশী আজাহার আলী স্বজনদের বরাত দিয়ে বলেন, আজাদ ঘরের কাজ করার সময় অসাবধানতায় বৈদ্যুতিক শর্টসার্কিটে গুরুতর আহত হয়। পরে তাঁর স্বজনেরা দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে হাসপাতালের চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শারমিন সুলতানা বলেন, বিদ্যুতায়িত এক ব্যক্তিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। 

মাওনা পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) মিন্টু মোল্লা বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শক করা হয়েছে। এরপর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে স্বজনদের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়া মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা হয়েছে।

মা-বাবাকে নির্যাতন, ছেলেকে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে রাখল প্রতিবেশীরা

কালিয়াকৈরে যুবককে গাছে বেঁধে হাতুড়িপেটা, আটক ১

শ্রীপুরে স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান

শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, ফটকে তালা ঝুলিয়ে পালিয়েছে কারখানা কর্তৃপক্ষ

গাজীপুরে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের নোটিশে শ্রমিকদের বিক্ষোভ

মেয়ের বাড়িতে যাওয়ার পথে প্রাণ গেল মায়ের

ছিনতাই প্রতিরোধের দাবিতে থানা ঘেরাও এলাকাবাসীর

কালীগঞ্জে চুরির হিড়িক: খোয়া যাচ্ছে কৃষকের সেচ পাম্প থেকে বিদ্যুতের তার, জনমনে আতঙ্ক

টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে নার্সিং শিক্ষার্থীর মৃত্যু

মনোনয়ন বিরোধে কালিয়াকৈরে বিএনপির দুই পক্ষে সংঘর্ষ-আগুন, আহত ১০