হোম > সারা দেশ > গাজীপুর

বকেয়া বেতনের দাবিতে বিআরটি প্রকল্পের নির্মাণশ্রমিকদের বিক্ষোভ

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীতে বকেয়া বেতন পরিশোধের দাবিতে বিক্ষোভ করেছেন বিআরটি প্রকল্পের চুক্তিভিত্তিক নির্মাণশ্রমিকেরা। আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে টঙ্গী বাজার এলাকায় বিআরটি প্রকল্পের উড়াল সেতুর ওপর এ কর্মসূচি পালিত হয়। 

শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, এখনো এই প্রকল্পের চুক্তিভিত্তিক নির্মাণশ্রমিকেরা গত মার্চ মাসের বেতন পাননি। তাই আজ বকেয়া বেতন পরিশোধের দাবিতে উড়াল সেতুর ওপর অবস্থান নেন তাঁরা। এ সময় উড়াল সেতুর ওপর দিয়ে দুই পাশের যান চলাচল বন্ধ হয়ে যায়। আধা ঘণ্টার অবস্থান শেষে প্রকল্প পরিচালকের আশ্বাসে বিক্ষোভ তুলে নেন শ্রমিকেরা। 

নাম প্রকাশ না করার শর্তে এক শ্রমিক বলেন, ‘মার্চ মাসের বেতন এখনো পরিশোধ করেনি বিআরটি কর্তৃপক্ষ। আমরা শুনেছিলাম ঈদের আগে বেতন পরিশোধ করা হবে না। সকালে সড়ক অবরোধ করে বিক্ষোভ করলে প্রকল্পের পরিচালক ঘটনাস্থল আসেন এবং বেতন পরিশোধের আশ্বাস দেন। এরপর আমরা সড়ক থেকে অবরোধ তুলে নিই।’ 

এ নিয়ে জানতে চাইলে বিআরটি প্রকল্পের প্রকল্প পরিচালক মহিরুল ইসলাম বলেন, ‘নির্মাণশ্রমিকেরা ঠিকাদারের অধীনে কাজ করেন। তাঁদের মার্চ মাসের বেতন গত ১৫ এপ্রিল পরিশোধের কথা ছিল। কিন্তু দেওয়া হয়নি। দ্রুতই তাঁদের বেতন পরিশোধের বিষয়ে শ্রমিকদের জানানো হবে।’

কর্মীকে বাঁচাতে গিয়ে হোটেল ব্যবসায়ী নিহত, অভিযুক্ত এক পরিবারের ৩ জন আটক

কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন স্কুলশিক্ষক

শ্রীপুরে পুকুর থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার, ঘটনাস্থলে আসছে বোম্ব ডিসপোজাল ইউনিট

শ্রীপুরে পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাই: দুই ডজন মামলার আসামি জাহাঙ্গীর গ্রেপ্তার

গাজীপুরে ধান গবেষণা ইনস্টিটিউটের কর্মশালা শুরু

গণভোটে নির্ধারিত হবে আগামীর বাংলাদেশ: জিসিসি প্রশাসক

পৌষ সংক্রান্তিতে কালীগঞ্জে আড়াই শ বছরের ঐতিহ্যবাহী ‘জামাই মেলা’

‎টঙ্গীতে দুটি পোশাক কারখানার শতাধিক শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি

কালিয়াকৈরে মাদ্রাসার টয়লেট থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

টঙ্গীতে কারখানায় অর্ধশত পোশাকশ্রমিক অসুস্থ