হোম > সারা দেশ > গাজীপুর

গাজীপুরে রিসোর্ট থেকে ৪৪টি বন্য প্রাণী উদ্ধার

গাজীপুর প্রতিনিধি

উদ্ধার করা বন্য প্রাণী। ছবি: আজকের পত্রিকা

গাজীপুর সদর উপজেলার পিরুজালী এলাকায় আদুরি কুঞ্জ পিকনিক স্পট ও রিসোর্টে অভিযান চালিয়ে চিতা বিড়াল, বানর এবং ৮টি চিত্রা হরিণ উদ্ধার করা হয়েছে। এ ছাড়াও এলাকার এক বিক্রেতার কাছ থেকে দুটি হনুমান, একটি দোকান থেকে ২০টি টিয়া, ১২টি ঘুঘুসহ মোট ৪৪টি বন্য প্রাণী উদ্ধার করা হয়েছে।

গতকাল সোমবার বিকেলে বন্য প্রাণী অপরাধ দমন ইউনিটের পরিচালক মিজানুর রহমানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

বন্য প্রাণী অপরাধ দমন ইউনিটের পরিদর্শক আব্দুল্লাহ আস সাদিক বলেন, গাজীপুর জেলার পিরুজালী এলাকায় বিভিন্ন রিসোর্ট ও পিকনিক স্পটে গড়ে উঠেছে মিনি চিড়িয়াখানা। এসব স্থানে দর্শনার্থীদের আকর্ষণ বাড়াতে বন্য প্রাণী অবৈধভাবে সংগ্রহ ও প্রদর্শন করা হচ্ছে, এমন তথ্যের ভিত্তিতে সোমবার বিকেলে আদুরি কুঞ্জ পিকনিক স্পট ও রিসোর্টে অভিযান চালানো হয়।

এ সময় ১টি চিতা বিড়াল, ১টি বানর এবং মেয়াদোত্তীর্ণ লাইসেন্সযুক্ত ৮টি চিত্রা হরিণ জব্দ করা হয়েছে। এ ছাড়াও এলাকার এক বিক্রেতার কাছ থেকে ২টি হনুমান, একটি দোকান থেকে ২০টি টিয়া, ১২টি ঘুঘুসহ মোট ৪৪টি বন্য প্রাণী উদ্ধার করা হয়।

এ ধরনের অবৈধ কার্যক্রম বন্ধ করতে বন অধিদপ্তর আরও কঠোর নজরদারি ও অভিযান চালিয়ে যাবে বলে জানিয়েছেন আব্দুল্লাহ আস সাদিক।

শ্রীপুরে বাস দুর্ঘটনায় মেডিকেল শিক্ষার্থীসহ আহত ২

টাকা না পেয়ে টঙ্গী সম্মিলিত ব্যাংক গ্রাহকদের বিক্ষোভ, কর্মকর্তা অবরুদ্ধ ‎

কর্মীকে বাঁচাতে গিয়ে হোটেল ব্যবসায়ী নিহত, অভিযুক্ত এক পরিবারের ৩ জন আটক

কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন স্কুলশিক্ষক

শ্রীপুরে পুকুর থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার, ঘটনাস্থলে আসছে বোম্ব ডিসপোজাল ইউনিট

শ্রীপুরে পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাই: দুই ডজন মামলার আসামি জাহাঙ্গীর গ্রেপ্তার

গাজীপুরে ধান গবেষণা ইনস্টিটিউটের কর্মশালা শুরু

গণভোটে নির্ধারিত হবে আগামীর বাংলাদেশ: জিসিসি প্রশাসক

পৌষ সংক্রান্তিতে কালীগঞ্জে আড়াই শ বছরের ঐতিহ্যবাহী ‘জামাই মেলা’

‎টঙ্গীতে দুটি পোশাক কারখানার শতাধিক শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি