হোম > সারা দেশ > গাজীপুর

গাজীপুরে বিএনপির চার নেতা বহিষ্কার, একজন গ্রেপ্তার

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

দলীয় শৃঙ্খলা ভঙ্গ, নীতি-আদর্শ ও সংহতির পরিপন্থী এবং অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গাজীপুর মহানগরের চার নেতাকে দল থেকে বহিষ্কার করেছে বিএনপি। রোববার রাতে দলের সহদপ্তর সম্পাদক মো. তাইফুল ইসলাম টিপুর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এদিকে, চাঁদাবাজির এক মামলায় গতকাল দুপুরে গাজীপুরের টঙ্গী এলাকা থেকে জিয়াউল হাসান স্বপনকে গ্রেপ্তার করেছে টঙ্গী পূর্ব থানা-পুলিশ।

বহিষ্কৃতরা হলেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আব্দুল্লাহ আলিম মোল্লা, বিএনপির সাবেক সদস্য জিয়াউল হাসান স্বপন এবং টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব সিরাজুল ইসলাম সাথী।

দলের এমন সিদ্ধান্তের পর গাজীপুর মহানগর বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

মোবাইর ফোনে যোগাযোগ করা হলে রাকিব উদ্দিন সরকার পাপ্পু বলেন, ‘শারীরিক অসুস্থতার কারণে আমি বর্তমানে দেশের বাইরে অবস্থান করছি। দল থেকে বহিষ্কারের বিষয়ে আমি কিছুই জানি না।’

আব্দুল্লাহ আলিম মোল্লার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর সাড়া পাওয়া যায়নি।

অন্যদিকে সিরাজুল ইসলাম সাথী বলেন, ‘বিষয়টি আমি জানি না। একটি বিজ্ঞপ্তি দেখেছি মাত্র। কেন্দ্রীয় নেতাদের সঙ্গে যোগাযোগ করে নিশ্চিত হতে হবে।’

এদিকে, চাঁদাবাজির এক মামলায় গতকাল দুপুরে গাজীপুরের টঙ্গী এলাকা থেকে জিয়াউল হাসান স্বপনকে গ্রেপ্তার করেছে টঙ্গী পূর্ব থানা-পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুরুল করিম রনি বলেন, ‘দলীয় সিদ্ধান্ত অনুযায়ী চারজনকে বহিষ্কার করা হয়েছে। কেন্দ্র থেকে পাঠানো বিজ্ঞপ্তিটিও সঠিক।’

গাজীপুরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা: কুড়িগ্রাম থেকে অভিযুক্ত স্বামী গ্রেপ্তার

স্ত্রীকে হত্যার পর শ্বশুরকে ফোন, ‘এসে মেয়ের লাশ নিয়ে যান’

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে নানি-নাতনিসহ নিহত ৩

শ্রীপুরে ইটভাটায় ডেকে নিয়ে জাসাস নেতাকে হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১

‎টঙ্গীতে যৌথ বাহিনীর অভিযানে জুলাই যোদ্ধা তাহরিমা গ্রেপ্তার

টঙ্গীতে পোশাক কারখানার অর্ধশতাধিক নারী শ্রমিক অসুস্থ

শ্রীপুরে আগুনে পুড়ল ১০টি বসতঘর, সর্বস্ব হারালেন ভাড়াটিয়ারা

গাজীপুরকে সমন্বিত ও পরিবেশবান্ধব মেগা উন্নয়ন প্রকল্পের আওতায় আনা হবে: স্থানীয় সরকার সচিব

রিমান্ডে নেওয়ার সময় কাশিমপুর কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

গাজীপুরে কার্টন কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট