হোম > সারা দেশ > গাজীপুর

‎চাকরির খোঁজে রোহিঙ্গা কিশোর টঙ্গীতে

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

আটক রোহিঙ্গা কিশোর রশিদুল্লাহ রশিদ। ছবি: আজকের পত্রিকা

কক্সবাজারের উখিয়া উপজেলার একটি রোহিঙ্গা ক্যাম্প থেকে বেরিয়ে চাকরির খোঁজে গাজীপুরের টঙ্গীতে আসে একজন রোহিঙ্গা কিশোর। ‎শুক্রবার রাতে টঙ্গীর মোক্তারবাড়ী রোড এলাকায় ওই কিশোরকে ঘোরাঘুরি করতে দেখে আটক করে স্থানীয় লোকজন। পরে কিশোরকে পুলিশে দেওয়া হয়।

‎‎ওই কিশোরের নাম রশিদুল্লাহ রশিদ (১৫)। সে কক্সবাজারের উখিয়া উপজেলার এইচডব্লিউ রোহিঙ্গা ক্যাম্পে বাস করত। তার বাবার নাম মোহাম্মদ ইলিয়াস।

‎‎পুলিশ জানায়, কয়েক দিন আগে পারিবারিক সদস্যদের সঙ্গে কথা-কাটাকাটি হয় রশিদুল্লাহর। পরে রোহিঙ্গা ক্যাম্প থেকে বেরিয়ে শুক্রবার সকালে টঙ্গীতে চলে আসে। রাতে টঙ্গীর মোক্তারবাড়ী এলাকায় ঘোরাফেরা করতে থাকলে বিষয়টি স্থানীয় লোকজনের নজরে আসে। পরে স্থানীয়রা পুলিশে খবর পাঠায়। খবর পেয়ে পুলিশ ওই কিশোরকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে কিশোর রোহিঙ্গা নৃগোষ্ঠীর বলে নিশ্চিত হওয়া যায়।

‎টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসকান্দার হাবিবুর রহমান বলেন, ‘আটক রশিদুল্লাহ রশিদ একজন রোহিঙ্গা কিশোর। শুক্রবার গভীর রাতে তাকে থানায় আটকে রাখা হয়েছে। সংশ্লিষ্ট রোহিঙ্গা ক্যাম্প কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। ক্যাম্প কর্তৃপক্ষ ও কিশোরের পরিবারের সদস্যরা রশিদুল্লাহকে নিতে আসছে।’

কাশিমপুর কারাগার থেকে ২৫ বছর পর মুক্তি পেলেন পাকিস্তানি রইস খান

শ্রীপুরে মধ্যরাতে বসতবাড়িতে অগ্নিকাণ্ডে ৯টি কক্ষ পুড়ে ছাই

কালিয়াকৈরে দুই দিনে পোশাক কারখানার তিন শতাধিক শ্রমিক অসুস্থ, বন্ধ ঘোষণা

গাজীপুরের শ্রীপুর: দখলের কবলে সুতিয়া মোহনা-চরে প্রাচীর

তুরাগতীরে মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো জোড় ইজতেমা

কালিয়াকৈরে অগ্নিকাণ্ডে ৮০ কক্ষ পুড়ে ছাই

পায়ুপথে বাতাস ঢুকিয়ে শ্রমিককে হত্যা, গ্রেপ্তার ১

‎টঙ্গীতে ‌আতঙ্কে ফের অর্ধশতাধিক পোশাককর্মী অসুস্থ

শ্রীপুরে টিকিট কেটে কমলাবাগান দেখতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

শ্রীপুরে ট্রাকচাপায় কিশোর নিহত