হোম > সারা দেশ > গাজীপুর

শ্রীপুর উপজেলা বিএনপি সভাপতির বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুর উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান ফকিরের বিরুদ্ধে পৈতৃক জমি দখল করে একটি পরিবারকে বাড়িছাড়া করার অভিযোগ উঠেছে। আজ বুধবার দুপুরে গাজীপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এই অভিযোগ করে ভুক্তভোগী পরিবার।

এ ঘটনায় বিএনপির মহাসচিব, জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে বলে জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন ভুক্তভোগী মোস্তাকিম হোসেন হিমেল ফকির। এ সময় তাঁর পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে মোস্তাকিম হোসেন হিমেল ফকির বলেন, ‘আমার বাড়ি উপজেলার বরমীতে। গত ৩০ সেপ্টেম্বর দুপুরে আমিসহ মোস্তফা ফকির জমি সংক্রান্ত কাজে বরমী ভূমি অফিসে যাই। এ সময় বিএনপি নেতা শাহজাহান ফকির ও তাঁর দুই ভাই এবং তাঁর ছেলে পাপেল ফকির আমাদের ওপর আক্রমণ করেন। তাঁরা মোস্তফা ফকিরকে বেধড়ক মারধর করে। আমরা প্রতিবাদ করলে শাহজাহান ফকির, তাঁর ছেলে ও ভাতিজা মহসিন ফকির, অপু ফকির, পায়েল ফকির, সন্ত্রাসী বাহিনী দিয়ে আমার বাসায় ভাঙচুর ও হামলা চালায়। পরদিন সকালে আমার বাজারের দোকানগুলো দখল করে। এরপর তারা আমার পরিবারের সদস্যসহ আমাকে হত্যার হুমকি দেয়। এরপর থেকে ভয়ে আমরা বাড়ি ফিরতে পারছি না।’

মোস্তাকিম হোসেন হিমেল আরও বলেন, ‘আমরা শাহজাহান ফকিরের রাজনৈতিক ক্ষমতা ও সন্ত্রাসী তাণ্ডবের কারণে গৃহহীন হয়ে পড়েছি। শাহজাহান ফকিরের এমন আচরণে স্পষ্ট যে, লোভী ও দুর্বৃত্ত নেতারা কখনো জনগণের কল্যাণের জন্য কাজ করতে পারে না। শাহজাহান ফকির ২০১৮ সালে আমার কাছ থেকে ১০ লাখ টাকা ধার নিয়েছেন। সেটির প্রমাণ থাকলেও টাকা ফেরত দেন না। এখন নতুন করে আমাদের পৈতৃক সম্পত্তি দখল করেছে। আমার পরিবারসহ পুরো বরমীবাসী তাঁর সন্ত্রাসী কার্যক্রম ও অত্যাচারে অতিষ্ঠ। তাঁর এসব অপকর্মের তথ্য লিখিত আকারে বিএনপির শীর্ষ নেতাদের কাছে পাঠিয়েছি। আমি ও আমার পরিবার বাড়ি ফিরতে চাই।’

তবে এসব অভিযোগ অস্বীকার করে শাহজাহান ফকির বলেন, ‘আমার সঙ্গে তাদের কোনো বিরোধ নেই। যেসব অভিযোগ করা হয়েছে, সব মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট। আমি কোনো চাঁদাবাজি ও দখলবাজির সঙ্গে জড়িত নই। আমিও সংবাদ সম্মেলন করে সব জানাব।’

ছিনতাই প্রতিরোধের দাবিতে থানা ঘেরাও এলাকাবাসীর

কালীগঞ্জে চুরির হিড়িক: খোয়া যাচ্ছে কৃষকের সেচ পাম্প থেকে বিদ্যুতের তার, জনমনে আতঙ্ক

টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে নার্সিং শিক্ষার্থীর মৃত্যু

মনোনয়ন বিরোধে কালিয়াকৈরে বিএনপির দুই পক্ষে সংঘর্ষ-আগুন, আহত ১০

নবজাতকের মৃত্যু: সেই হাসপাতালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

নির্মাণাধীন ভবনের পাঁচতলা থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

কালীগঞ্জে দুই পা বিচ্ছিন্ন করে কৃষককে কুপিয়ে হত্যা, অধরা দুর্বৃত্তরা

মৃত নবজাতক নিয়ে থানায় হাজির মা-বাবা, হাসপাতালে ভুল চিকিৎসার অভিযোগ

বাসার দরজা ভেঙে প্রধান শিক্ষিকার লাশ উদ্ধার

কালো মবিল মেখে একাকার চলন্ত ট্রেন, ঢাকা-ময়মনসিংহ রেলপথে চলাচল বন্ধ