হোম > সারা দেশ > গাজীপুর

হত্যা মামলায় গাসিকের সাবেক কাউন্সিলর কারাগারে

গাজীপুর প্রতিনিধি

গাসিকের সাবেক কাউন্সিলর গ্রেপ্তার। ছবি: আজকের পত্রিকা

গাজীপুর সিটি করপোরেশনের (গাসিক) সাবেক কাউন্সিলর রাশেদুজ্জামান জুয়েল মণ্ডলকে (৪৯) গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল সোমবার রাতে রাজধানীর ডেমরা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে রাতেই তাঁকে গাজীপুর মহানগরীর গাছা থানায় হস্তান্তর করা হয়।

পুলিশ জানায়, ২০২৪ সালে গাজীপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা ও হত্যার ঘটনায় হওয়া একাধিক মামলায় রাশেদুজ্জামান জুয়েল মণ্ডল এজাহারনামীয় আসামি। ৫ আগস্টের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।

বিষয়টি নিশ্চিত করে গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, গোপন সূত্রে খবর পেয়ে ডিএমপির গোয়েন্দা বিভাগের পুলিশের একটি দল অভিযান চালিয়ে ডেমরা থেকে তাঁকে গ্রেপ্তারের পর গাছা থানায় হস্তান্তর করেছে। তাঁর বিরুদ্ধে হত্যার একাধিক মামলা রয়েছে। গাছা থানায়ও তাঁর বিরুদ্ধে দুটি হত্যা মামলা রয়েছে।

ওসি আরও জানান, মামলা তদন্তের স্বার্থে ১০ দিনের রিমান্ড আবেদনসহ তাঁকে আজ মঙ্গলবার আদালতে সোপর্দ করা হয়েছে। পরে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

‘জুলাই যোদ্ধা’ সুরভীর মায়ের করা মামলায় ব্যবস্থা নেয়নি পুলিশ, লুকিয়েছে বয়স

দুপুরে ‘জুলাই যোদ্ধা’ তাহরিমা জান্নাত সুরভীর রিমান্ড, সন্ধ্যায় জামিন

গাজীপুরে চাঁদাবাজি মামলায় ‘জুলাই যোদ্ধা’ সুরভী ২ দিনের রিমান্ডে

গাজীপুরে চলন্ত ট্রেনের দুই বগি বিচ্ছিন্ন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

গাজীপুরের শ্রীপুর: এক বছরে ৩৩ খুন, তিন কারণে বেশি

গাজীপুর-২ আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী সালাউদ্দিনের মনোনয়ন বাতিল

কালীগঞ্জে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন: বিএনপি ও জনতার দলের প্রতিনিধিকে জরিমানা

শ্রীপুরে পুলিশের ওপর হামলা চালিয়ে মাদক কারবারিকে ছিনিয়ে নিলেন সহযোগীরা

ইটভাটায় ডেকে নিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার

জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ শফিকুল মারা গেছেন