হোম > সারা দেশ > গাজীপুর

হত্যা মামলায় গাসিকের সাবেক কাউন্সিলর কারাগারে

গাজীপুর প্রতিনিধি

গাসিকের সাবেক কাউন্সিলর গ্রেপ্তার। ছবি: আজকের পত্রিকা

গাজীপুর সিটি করপোরেশনের (গাসিক) সাবেক কাউন্সিলর রাশেদুজ্জামান জুয়েল মণ্ডলকে (৪৯) গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল সোমবার রাতে রাজধানীর ডেমরা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে রাতেই তাঁকে গাজীপুর মহানগরীর গাছা থানায় হস্তান্তর করা হয়।

পুলিশ জানায়, ২০২৪ সালে গাজীপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা ও হত্যার ঘটনায় হওয়া একাধিক মামলায় রাশেদুজ্জামান জুয়েল মণ্ডল এজাহারনামীয় আসামি। ৫ আগস্টের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।

বিষয়টি নিশ্চিত করে গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, গোপন সূত্রে খবর পেয়ে ডিএমপির গোয়েন্দা বিভাগের পুলিশের একটি দল অভিযান চালিয়ে ডেমরা থেকে তাঁকে গ্রেপ্তারের পর গাছা থানায় হস্তান্তর করেছে। তাঁর বিরুদ্ধে হত্যার একাধিক মামলা রয়েছে। গাছা থানায়ও তাঁর বিরুদ্ধে দুটি হত্যা মামলা রয়েছে।

ওসি আরও জানান, মামলা তদন্তের স্বার্থে ১০ দিনের রিমান্ড আবেদনসহ তাঁকে আজ মঙ্গলবার আদালতে সোপর্দ করা হয়েছে। পরে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

গাজীপুরে ঝুটের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট

গাজীপুরে মোটরসাইকেল কেনাবেচার ছলে এনসিপি কর্মীকে গুলি, অল্পের জন্য রক্ষা

কালিয়াকৈরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ, পুলিশের লাঠিপেটায় আহত ১২

কালিয়াকৈরে মাদ্রাসাছাত্রের মৃত্যু নিয়ে রহস্য

গাজীপুরে কারখানা বন্ধ ঘোষণা, শ্রমিকদের বিক্ষোভ

বরমী বাজার: দুই ঘণ্টার হাটে কয়েক লাখ টাকার শাকসবজি বেচাকেনা

শ্রীপুরে এনসিপি ও চরমোনাইয়ের শতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান

আমরা অতিরিক্ত সুবিধা চাই না, ন্যায়বিচার চাই: নাহিদ ইসলাম

‘জুলাই যোদ্ধা’ সুরভীর মায়ের করা মামলায় ব্যবস্থা নেয়নি পুলিশ, লুকিয়েছে বয়স

দুপুরে ‘জুলাই যোদ্ধা’ তাহরিমা জান্নাত সুরভীর রিমান্ড, সন্ধ্যায় জামিন