হোম > সারা দেশ > গাজীপুর

গাজীপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে কলেজছাত্র নিহত

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আল আমিন (১8) নামে এক কলেজছাত্র নিহত হয়েছে। আজ শনিবার মহানগরীর বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের
(ব্রি) ভেতরে এ ঘটনা ঘটে। 

নিহত কলেজছাত্র মহানগরীর চান্দনা এলাকার বাসিন্দা এক্তার আলীর ছেলে। তাদের গ্রামের বাড়ি কুড়িগ্রাম জেলার রাজাহার হাট এলাকায়। সে স্থানীয় চান্দনা উচ্চবিদ্যালয় অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্র। 
 
নিহতের ভগ্নিপতি ইকবাল হোসেন আজকের পত্রিকাকে বলেন, শনিবার দুপুরে আল আমিনসহ চারজন ধান গবেষণা ইনস্টিটিউটের ভেতরে বেড়াতে যায়। এ সময় চার-পাঁচ ছিনতাইকারী তাদের নাম-পরিচয় জানতে চায়। এরপর তাদের সঙ্গে যা যা আছে তাদের দিয়ে দিতে বলে।

একপর্যায়ে আল আমিনের কাছে থাকা মোবাইল ফোনটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। সে বাধা দিলে তার বুকের বাঁ পাশে ছুরিকাঘাত করে খালাতো ভাই শাকিল আহমেদের মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে সীমানা প্রাচীর টপকে পালিয়ে যায়। 
 
আল আমিনের সঙ্গে থাকা বন্ধু মোমিনুল হক জানান, ‘শনিবার দুপুরের দিকে আল আমিন (১৯), তার খালাতো ভাই শাকিল আহমেদ (২১), ছোট ভাই আতিক (১৪) ও আমি ধান গবেষণা ইনস্টিটিউটের ভেতরে বেড়াতে যাই। পরে সেখানে আমরা ছিনতাইকারীর কবলে পড়ি। এ সময় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আল আমিন আহত হয়। 

পরে তাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের নেওয়া হয়, কিন্তু চিকিৎসকদের গাফিলতির কারণে সেখানে ভর্তি অবস্থায় বেলা ১টার দিকে আল আমিন মারা যায়।’ 

এ বিষয়ে হাসপাতালের আবাসিক চিকিৎসক হাসনিন জাহান আজকের পত্রিকাকে বলেন, ‘আহত অবস্থায় ওই ছাত্রকে হাসপাতালে আনা হলে আমরা তাকে সর্বোচ্চ চিকিৎসা দেওয়ার চেষ্টা করেছি। উন্নত চিকিৎসার জন্য যে অন্যত্র রেফার্ড করব আমরা এ সময়ও পাইনি। এখানে চিকিৎসায় কোনো গাফিলতি হয়নি।’

সদর মেট্রোপলিটন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ রাফিউল করিম আজকের পত্রিকাকে বলেন, ‘লাশ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

টাকা না পেয়ে টঙ্গী সম্মিলিত ব্যাংক গ্রাহকদের বিক্ষোভ, কর্মকর্তা অবরুদ্ধ ‎

কর্মীকে বাঁচাতে গিয়ে হোটেল ব্যবসায়ী নিহত, অভিযুক্ত এক পরিবারের ৩ জন আটক

কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন স্কুলশিক্ষক

শ্রীপুরে পুকুর থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার, ঘটনাস্থলে আসছে বোম্ব ডিসপোজাল ইউনিট

শ্রীপুরে পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাই: দুই ডজন মামলার আসামি জাহাঙ্গীর গ্রেপ্তার

গাজীপুরে ধান গবেষণা ইনস্টিটিউটের কর্মশালা শুরু

গণভোটে নির্ধারিত হবে আগামীর বাংলাদেশ: জিসিসি প্রশাসক

পৌষ সংক্রান্তিতে কালীগঞ্জে আড়াই শ বছরের ঐতিহ্যবাহী ‘জামাই মেলা’

‎টঙ্গীতে দুটি পোশাক কারখানার শতাধিক শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি

কালিয়াকৈরে মাদ্রাসার টয়লেট থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার