গাজীপুরের বাসন মেট্রো থানা এলাকায় ঘুমন্ত মায়ের পাশ থেকে ১০ দিনের শিশুকে অপহরণের এক ঘণ্টার মধ্যে অপহরণকারী এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ওই নারীর কাছ থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।
শিশুটি মহানগরীর বাসন থানাধীন চান্দুপাড়া এলাকার মেহেদী হাসান ও ফারজানা চৌধুরী দম্পতির ছেলে সন্তান। গ্রেপ্তারকৃত নারীর নাম বিথি (২৫)।
জানা যায়, আজ দুপুর দেড়টার দিকে ১০ দিনের ছেলে শিশুকে নিয়ে মা ফারজানা চৌধুরী বাড়িতে ঘুমিয়ে ছিলেন। এ সময় ঘরের দরজা খোলা ছিল। এ সুযোগে আটককৃত ওই নারী শিশুটিকে নিয়ে পালিয়ে যায়। আনুমানিক আড়াইটার দিকে মায়ের ঘুম ভাঙলে শিশুটিকে না পেয়ে তাঁর খোঁজাখুঁজি করেন। পরে থানায় খবর দিলে তাৎক্ষণিকভাবে বাসন থানা-পুলিশ বিভিন্ন এলাকায় তল্লাশি চৌকি বসায় এবং অনুসন্ধান শুরু করেন। পরে বিকেল ৩টার দিকে বাসন থানাধীন নাভানা মোড় এলাকায় পুলিশের উপস্থিতি দেখে ওই নারী একটি বাড়িতে ঢোকেন। ওই সময় পুলিশ এসে শিশুটিকে উদ্ধার করেন।
বাসন থানার ওসি মো. মালেক খসরু খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শিশুটিকে উদ্ধার করে পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। পরে শিশুটির বাবার করা মামলায় ওই নারীকে গ্রেপ্তার করা হয়।