হোম > সারা দেশ > গাজীপুর

শ্রীপুরে অটোরিকশা থেকে পড়ে ভ্যানগাড়িচাপায় গৃহবধূ নিহত

গাজীপুরের শ্রীপুরে বাবার বাড়ি বেড়াতে যাওয়ার পথে অটোরিকশা থেকে ছিটকে পড়ে ভ্যানগাড়িচাপায় সুবর্ণা আক্তার (৩৫) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। গতকাল শনিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এর আগে গত শুক্রবার দুপুরে শ্রীপুর পৌরসভার গড়গড়িয়া মাস্টারবাড়ি-লিচুবাগান আঞ্চলিক সড়কে ওই দুর্ঘটনা ঘটে।

নিহত সুবর্ণা আক্তার শ্রীপুর পৌরসভার বেড়াইদেরচালা গ্রামের নূরুল হকের মেয়ে। তাঁর স্বামী মো. শামীম ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার নিগুয়ারী গ্রামের বাসিন্দা।

নিহতের চাচা জাকির আহমেদ বলেন, গত শুক্রবার দুপুরে ঈদ উপলক্ষে বাবার বাড়ি যাচ্ছিলেন সুবর্ণা। গড়গড়িয়া মাস্টারবাড়ি থেকে তিন সন্তানসহ ব্যাটারিচালিত অটোরিকশায় ওঠেন তিনি। লিচুবাগান রোডে অটোরিকশা থেকে ছিটকে পড়েন। এ সময় বিপরীত দিক থেকে আসা ভ্যানগাড়ি তাঁকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সুবর্ণাকে প্রথমে মাওনা চৌরাস্তা এলাকার একটি হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ বিষয়ে জানতে চাইলে শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. সাখাওয়াত হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি সাংবাদিকদের মাধ্যমে অবগত হয়েছি। এ বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।’

টাকা না পেয়ে টঙ্গী সম্মিলিত ব্যাংক গ্রাহকদের বিক্ষোভ, কর্মকর্তা অবরুদ্ধ ‎

কর্মীকে বাঁচাতে গিয়ে হোটেল ব্যবসায়ী নিহত, অভিযুক্ত এক পরিবারের ৩ জন আটক

কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন স্কুলশিক্ষক

শ্রীপুরে পুকুর থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার, ঘটনাস্থলে আসছে বোম্ব ডিসপোজাল ইউনিট

শ্রীপুরে পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাই: দুই ডজন মামলার আসামি জাহাঙ্গীর গ্রেপ্তার

গাজীপুরে ধান গবেষণা ইনস্টিটিউটের কর্মশালা শুরু

গণভোটে নির্ধারিত হবে আগামীর বাংলাদেশ: জিসিসি প্রশাসক

পৌষ সংক্রান্তিতে কালীগঞ্জে আড়াই শ বছরের ঐতিহ্যবাহী ‘জামাই মেলা’

‎টঙ্গীতে দুটি পোশাক কারখানার শতাধিক শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি

কালিয়াকৈরে মাদ্রাসার টয়লেট থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার