হোম > সারা দেশ > গাজীপুর

শ্রীপুরে আজকের পত্রিকার সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দৈনিক আজকের পত্রিকার গাজীপুরের শ্রীপুর প্রতিনিধি সাংবাদিক রাতুল মণ্ডলের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে এবং হামলাকারীদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন, বিক্ষোভ কর্মসূচি ও স্মারকলিপি দিয়েছেন স্থানীয় সাংবাদিকেরা।

আজ বৃহস্পতিবার দুপুরে শ্রীপুরে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দের ব্যানারে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেন। এ সময় সাংবাদিকেরা তাঁদের বক্তব্যে আগামী ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করার দাবি জানান।

শ্রীপুর প্রেসক্লাবের আহ্বায়ক আব্দুস ছালাম রানার সভাপতিত্বে ও শ্রীপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. জামাল উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন শ্রীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক বণিকবার্তার গাজীপুর প্রতিনিধি মাহফুল হাসান হান্নান, দৈনিক আমাদের সময়ের শ্রীপুর প্রতিনিধি আব্দুল লতিফ, কালের কণ্ঠের আঞ্চলিক প্রতিনিধি শাহীন আকন্দ, যুগান্তরের শ্রীপুর প্রতিনিধি আব্দুল মালেক, বাংলাদেশ প্রতিদিনের শ্রীপুর প্রতিনিধি মো. মাহবুবুর রহমান, প্রথম আলোর প্রতিনিধি সাদিক মৃধা, ঢাকা টাইমস শ্রীপুর প্রতিনিধি সিদ্দিকুর রহমান, ভোরের সময়ের শ্রীপুর প্রতিনিধি মাহফুজুর রহমান ইকবাল, আনন্দ টেলিভিশনের শ্রীপুর প্রতিনিধি আদনান মামুন, এশিয়ান টেলিভিশনের শ্রীপুর প্রতিনিধি কবির সরকার প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন দেশ রূপান্তরের শ্রীপুর প্রতিনিধি মো. রেজাউল করিম সোহাগ, আলোকিত বাংলাদেশের শ্রীপুর প্রতিনিধি মোশাররফ হোসাইন তযু, মানবকণ্ঠের শ্রীপুর প্রতিনিধি সিহাব খান, বাংলা টেলিভিশনের শ্রীপুর প্রতিনিধি সুমন মিয়া, সময়ের আলোর শ্রীপুর প্রতিনিধি মেহেদী হাসান লিটন, সাংবাদিক আব্দুল আজিজ, সাংবাদিক এমদাদুল হক, সাংবাদিক আসাদুজ্জামান বিপু, সাংবাদিক সাইফুল আলম সুমন, সাংবাদিক আনোয়ার হোসেন, শ্রীপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম, দৈনিক জনতার শ্রীপুর প্রতিনিধি উজ্জ্বল মিয়া, সাংবাদিক আব্দুল বাতেন বাচ্চু, সাংবাদিক মোজাহিদ, সাংবাদিক জোনায়েদ, সাংবাদিক আরিফ মন্ডল, সাংবাদিক আরিফ প্রধান, সাংবাদিক ফজলে মোমেন, সাংবাদিক তানভীর আহমদ, রমজান আলী রুবেল, আতিকুল রহমান, রুমান মিয়া, আব্দুল কাদির, মো. হিমু সরকার, ওয়াসিম আকরাম, শামীম প্রমুখ।

শ্রীপুরে বাস দুর্ঘটনায় মেডিকেল শিক্ষার্থীসহ আহত ২

টাকা না পেয়ে টঙ্গী সম্মিলিত ব্যাংক গ্রাহকদের বিক্ষোভ, কর্মকর্তা অবরুদ্ধ ‎

কর্মীকে বাঁচাতে গিয়ে হোটেল ব্যবসায়ী নিহত, অভিযুক্ত এক পরিবারের ৩ জন আটক

কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন স্কুলশিক্ষক

শ্রীপুরে পুকুর থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার, ঘটনাস্থলে আসছে বোম্ব ডিসপোজাল ইউনিট

শ্রীপুরে পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাই: দুই ডজন মামলার আসামি জাহাঙ্গীর গ্রেপ্তার

গাজীপুরে ধান গবেষণা ইনস্টিটিউটের কর্মশালা শুরু

গণভোটে নির্ধারিত হবে আগামীর বাংলাদেশ: জিসিসি প্রশাসক

পৌষ সংক্রান্তিতে কালীগঞ্জে আড়াই শ বছরের ঐতিহ্যবাহী ‘জামাই মেলা’

‎টঙ্গীতে দুটি পোশাক কারখানার শতাধিক শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি