হোম > সারা দেশ > গাজীপুর

ছয় ঘণ্টা পর দাবি পূরণের আশ্বাসে সড়ক ছাড়লেন শ্রমিকেরা

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি  

গাজীপুরের শ্রীপুরে দাবি পূরণের আশ্বাস পেয়ে খান টেক্স ফ্যাশন লিমিটেডের শ্রমিকেরা আজ দুপুর দেড়টার দিকে সড়ক অবরোধ প্রত্যাহার করে নেন। এরপর যান চলাচল শুরু হয়। ছবি: আজকের পত্রিকা

গাজীপুরের শ্রীপুরে দাবি পূরণের আশ্বাসে ছয় ঘণ্টা পর সড়ক ছাড়লেন খান টেক্স ফ্যাশন লিমিটেড নামের তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা। আজ বুধবার দুপুর দেড়টার দিকে কারখানা কর্তৃপক্ষের দাবি পূরণের আশ্বাসে সড়ক অবরোধ প্রত্যাহার করেন তাঁরা। এরপর যান চলাচল স্বাভাবিক হয়।

কারখানার শ্রমিক তাজুল ইসলাম বলেন, ‘কারখানা কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আমাদের দাবির বিষয়ে আশ্বাস দিয়েছেন। আমরা তাঁদের আশ্বাস পেয়ে অবরোধ প্রত্যাহার করে সড়ক ছেড়ে দিয়েছি। আশ্বাস দেওয়া তারিখ অনুযায়ী বেতন না পেলে আবার অবরোধ করব।’

গাজীপুরের শ্রীপুরে দাবি পূরণের আশ্বাস পেয়ে খান টেক্স ফ্যাশন লিমিটেডের শ্রমিকেরা আজ দুপুর দেড়টার দিকে সড়ক অবরোধ প্রত্যাহার করে নেন। এরপর যান চলাচল শুরু হয়। ছবি: আজকের পত্রিকা

খান টেক্স ফ্যাশন কারখানার ব্যবস্থাপক মো. মাসুদ রানা বলেন, চলতি মাসের ১৭ ও ২৩ তারিখ দুই মাসের বেতন পরিশোধ করা হবে বলে শ্রমিকদের জানানো হয়েছে। এরপর শ্রমিকেরা রাস্তা ছেড়ে দেন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল বলেন, কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের একটি তারিখ নির্ধারণ করে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এরপর শ্রমিকেরা সড়ক ছেড়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

শ্রীপুরে বাস দুর্ঘটনায় মেডিকেল শিক্ষার্থীসহ আহত ২

টাকা না পেয়ে টঙ্গী সম্মিলিত ব্যাংক গ্রাহকদের বিক্ষোভ, কর্মকর্তা অবরুদ্ধ ‎

কর্মীকে বাঁচাতে গিয়ে হোটেল ব্যবসায়ী নিহত, অভিযুক্ত এক পরিবারের ৩ জন আটক

কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন স্কুলশিক্ষক

শ্রীপুরে পুকুর থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার, ঘটনাস্থলে আসছে বোম্ব ডিসপোজাল ইউনিট

শ্রীপুরে পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাই: দুই ডজন মামলার আসামি জাহাঙ্গীর গ্রেপ্তার

গাজীপুরে ধান গবেষণা ইনস্টিটিউটের কর্মশালা শুরু

গণভোটে নির্ধারিত হবে আগামীর বাংলাদেশ: জিসিসি প্রশাসক

পৌষ সংক্রান্তিতে কালীগঞ্জে আড়াই শ বছরের ঐতিহ্যবাহী ‘জামাই মেলা’

‎টঙ্গীতে দুটি পোশাক কারখানার শতাধিক শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি