হোম > সারা দেশ > গাজীপুর

কাপাসিয়ায় জমির সীমানার গাছ কাটা নিয়ে দ্বন্দ্বের জেরে হামলায় ১ জন নিহত

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি 

কাপাসিয়ায় হামলায় ১ জন নিহত। ছবি: আজকের পত্রিকা

গাজীপুরের কাপাসিয়ায় জমির সীমানায় থাকা গাছ কাটা নিয়ে দ্বন্দ্বের জেরে প্রতিপক্ষের হামলায় এ কে এম আবু তাহের (৫৬) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। আজ শুক্রবার সকালে উপজেলার টোক ইউনিয়নের টোকনগর গ্রামে এই ঘটনা ঘটে।

এলাকাবাসী জানায়, জমি নিয়ে ছোট ভাই কাশেমের সঙ্গে আবু তাহেরের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ২০২৩ সালের ১ জানুয়ারি এ বিষয়ে কাপাসিয়া থানায় একটি লিখিত অভিযোগ করেন আবু তাহের। সেই জমির সীমানায় থাকা একটি গাছ কাটছিলেন ছোট ভাই আবুল কাশেম। তাতে বাধা দেন আবু তাহের। তা নিয়ে দুই পরিবারে সংঘর্ষ বাধে। একপর্যায়ে আবু তাহের মাটিতে পড়ে যায়। তাঁকে উদ্ধার করে প্রথমে আমরাইদ একটি ক্লিনিকে পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

নিহতের স্ত্রী সালমা বেগম (৪৩) বলেন, ‘আজ শুক্রবার সকালে আমার দেবর কাশেম আমাদের সীমানার গাছ কেটে ফেলেছে। আমার স্বামী তাতে বাধা দেন। এ সময় কাশেম ও তার ছেলে পারভেজ আমার স্বামীকে মারধর করে। তাতে আমার স্বামী মারা যান।’

কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক কাওসার আহমেদ বলেন, হাসপাতালে আনার আগেই আবু তাহেরের মৃত্যু হয়। গায়ে আঘাতের চিহ্ন আছে কি না জানতে চাইলে তিনি বলেন, ময়নাতদন্ত প্রতিবেদন পেলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

এ বিষয়ে জানতে চাইলে কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন আজকের পত্রিকাকে বলেন, জমি নিয়ে বিরোধের জেরে হামলায় একজন নিহত হয়েছেন। ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এক নারীসহ দুজনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় থানায় মামলা করা হচ্ছে।

গাজীপুরে কার্টন কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট

শনিবারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষা স্থগিত

‎ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে টঙ্গীতে মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

হাদি হত্যা: ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ ছাত্র-জনতার

শ্রীপুরে চোর ধরতে গিয়ে পরিত্যক্ত ঘরে মিলল নিখোঁজ ব্যবসায়ীর লাশ

বিদ্যুৎ সঞ্চালন লাইনে আগুন, স্ফুলিঙ্গ নিচে পড়ে ট্রাক ও ঝুটগুদাম পুড়ে ছাই

গাজীপুরে বিজয় দিবসে ছাদ থেকে পতাকা নামাতে গিয়ে পড়ে নিরাপত্তাকর্মীর মৃত্যু

কোটি টাকার সেতুতে উঠতে হয় মই দিয়ে

জুলাই রেবেলস সদস্যকে হত্যাচেষ্টা: প্রধান আসামি ঠোঁটকাটা আলতাফ গ্রেপ্তার

মা-বাবাকে নির্যাতন, ছেলেকে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে রাখল প্রতিবেশীরা