হোম > সারা দেশ > গাজীপুর

নিজ ঘর থেকে মাদ্রাসাছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

গাজীপুরের শ্রীপুর পৌরসভার ভাংনাহাটি গ্রাম থেকে শান্তা আক্তার (১৫) নামে এক মাদ্রাসাছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার দুপুর ১টার দিকে ওই গ্রামের মোফাজ্জল হোসেনের ল বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মৃত শান্তা আক্তার ভাংনাহাটি গ্রামের রুহুল আমিনের মেয়ে। সে ভাংনাহাটি রহমানিয়া কামিল মাদ্রাসার ৮ম শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয় বাসিন্দা নবী হোসেন বলেন, ‘আজ সকাল ৭টার দিকে ওই শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে তার বাবা ও ভাই হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই তার মৃত্যু হয়েছে বলে জানতে পারেন তাঁরা। পরে দ্রুত সময়ের মধ্যে মরদেহ দাফনের প্রস্তুতি নেন মৃতের পরিবারের লোকজন। এ সময় পুলিশ এসে দাফনে বাধা দেয়।’ 

নবী হোসেন আরও বলেন, ধারণা করা হচ্ছে তার প্রেমের সম্পর্ক ছিল। এ জন্য ওই ছাত্রীর পরিবারের লোকজন তাকে মারধর করেছে বলে জানতে পেরেছি। 

ওই ছাত্রীর ভাই মোফাজ্জল হোসেন বলেন, ‘গতকাল মঙ্গলবার রাতে নিজ ঘরের দরজা বন্ধ করে ঘরের আড়ার সঙ্গে ফাঁসি দেয় শান্তা। আজ সকালে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শান্তাকে মৃত ঘোষণা করেন।’ 

শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) কবির হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, মৃত্যুর কারণ জানতে তদন্ত চলছে। বিস্তারিত পরে বলা যাবে। তবে, মৃতের খাতায় প্রেম সংক্রান্ত লেখা পাওয়া গেছে। 

শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছি। মৃত্যুর কারণ এখনো জানা যায়নি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

গাজীপুরে কার্টন কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট

শনিবারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষা স্থগিত

‎ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে টঙ্গীতে মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

হাদি হত্যা: ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ ছাত্র-জনতার

শ্রীপুরে চোর ধরতে গিয়ে পরিত্যক্ত ঘরে মিলল নিখোঁজ ব্যবসায়ীর লাশ

বিদ্যুৎ সঞ্চালন লাইনে আগুন, স্ফুলিঙ্গ নিচে পড়ে ট্রাক ও ঝুটগুদাম পুড়ে ছাই

গাজীপুরে বিজয় দিবসে ছাদ থেকে পতাকা নামাতে গিয়ে পড়ে নিরাপত্তাকর্মীর মৃত্যু

কোটি টাকার সেতুতে উঠতে হয় মই দিয়ে

জুলাই রেবেলস সদস্যকে হত্যাচেষ্টা: প্রধান আসামি ঠোঁটকাটা আলতাফ গ্রেপ্তার

মা-বাবাকে নির্যাতন, ছেলেকে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে রাখল প্রতিবেশীরা