হোম > সারা দেশ > গাজীপুর

গাজীপুর জেলা বিএনপির অধীন সব ইউনিট কমিটি বিলুপ্ত

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর জেলা বিএনপির অধীন সব ইউনিট কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২০ মে) সন্ধ্যায় দলটির পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এর তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, গাজীপুর জেলা বিএনপির অধীন সকল ইউনিট কমিটিকে বিলুপ্ত ঘোষণা করা হলো।

বিবৃতিতে স্বাক্ষর করেছেন গাজীপুর জেলা বিএনপির আহবায়ক ফজলুল হক মিলন ও যুগ্ম আহ্বায়ক ডা. রফিকুল ইসলাম বাচ্চু এবং সদস্যসচিব ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী।

গাজীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডা. রফিকুল ইসলাম বাচ্চু এ তথ্য নিশ্চিত করেছেন।

বিএনপির কেন্দ্রীয় একটি বিশ্বস্ত সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যা ছয়টায় বিবৃতিতে স্বাক্ষরকারী তিনজন এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়্যেদুল আলম বাবুল ও সহসাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটু এবং নজরুলর ইসলাম আজাদ ঢাকায় কেন্দ্রীয় অফিসে একটি সভা করেন।

সভায় ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেই সভায় গাজীপুর জেলা বিএনপির বিভিন্ন কার্যক্রম নিয়ে আলাপ আলোচনার পর উল্লেখিত সিদ্ধান্ত গৃহীত হয়।

এই সিদ্ধান্তের ফলে গাজীপুর জেলা বিএনপির অধীন কাপাসিয়া উপজেলা, কালিয়াকৈর উপজেলা ও পৌরসভা, কালীগঞ্জ উপজেলা ও পৌরসভা, শ্রীপুর উপজেলা ও পৌরসভা, গাজীপুর সদর উপজেলা কমিটি বিলুপ্ত হয়ে গেল। ফলে গাজীপুর জেলা আহ্বায়ক কমিটি ছাড়া আর কোনো কমিটি থাকল না।

সূত্র আরও জানায়, আগামী ১ জুনের মধ্যে জেলার আহ্বায়ক কমিটি, সদ্য বিলুপ্ত সংশ্লিষ্ট ইউনিট কমিটি ও তার আগের সংশ্লিষ্ট ইউনিট কমিটির সমন্বয়ে যৌথ কর্মী সভা করে পরবর্তী নতুন কমিটির নাম প্রস্তাব আকারে কেন্দ্রের নিকট জমা দেবে। পরে সেই সব প্রস্তাব বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অনুমোদনের পর চূড়ান্ত কমিটি ঘোষণা করা হবে।

‎টঙ্গীতে দুটি পোশাক কারখানার শতাধিক শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি

কালিয়াকৈরে মাদ্রাসার টয়লেট থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

টঙ্গীতে কারখানায় অর্ধশত পোশাকশ্রমিক অসুস্থ

নির্বাচনে সাড়ে ৫ লাখ আনসার সদস্য দায়িত্ব পালন করবেন: স্বরাষ্ট্র উপদেষ্টা

গ্রামীণ ফেব্রিকস কারখানায় হামলা ও কর্মকর্তাদের অবরুদ্ধ করার ঘটনায় ৬ শ্রমিক গ্রেপ্তার

‎টঙ্গীতে বিদেশি পিস্তলসহ যুবক আটক

কালিয়াকৈরে তিতাস গ্যাস লাইনে লিকেজ থেকে আগুন, আতঙ্কে বাসিন্দারা

শ্রীপুরে ব্যাডমিন্টন খেলা নিয়ে ঝগড়া, ছেলেকে রক্ষা করতে গিয়ে প্রাণ গেল মায়ের

শ্রীপুরে ভাঙারি ব্যবসার আড়ালে অস্ত্র ব্যবসা, যৌথ অভিযানে অস্ত্র-গুলিসহ যুবক গ্রেপ্তার

গাজীপুরের শ্রীপুর: সিলিকার লোভে শত ফুট গর্ত