হোম > সারা দেশ > গাজীপুর

শ্রীপুরে আগুন পোহাতে গিয়ে পুড়ল ক্ষুদ্র ব্যবসায়ীর মূলধন

গাজীপুরের শ্রীপুরে আগুন পোহাতে গিয়ে ফুটপাতের কাঁচামাল ব্যবসায়ীর ৬৫ হাজার টাকা পুড়ে গেছে। গতকাল বুধবার রাতে শ্রীপুর পৌরসভার লোহাগাছ গ্রামে এই ঘটনা ঘটে।

ভুক্তভোগী ব্যবসায়ী মো. জুয়েল মিয়া পৌরসভার লোহাগাছ গ্রামের মো. সিরাজুল ইসলামের ছেলে। তিনি শ্রীপুর বাজারের ফুটপাতে কাঁচামালের ব্যবসা করেন।

জুয়েল মিয়া বলেন, গতকাল বুধবার বাজার থেকে দোকান বন্ধ করে বাড়ি ফেরেন। বাড়ি ফিরে দেখেন তাঁর মা চুলার পাড়ে বসে আগুন পোহাচ্ছেন। তখন তিনিও আগুন পোহাতে বসেন। এরপর তাঁর মা ঘরে চলে যান। কিছুক্ষণ পর তিনি ঘরে ফিরে পকেটে হাত দিয়ে দেখেন টাকা নেই। দৌড়ে চুলার কাছে গিয়ে দেখেন টাকাগুলো আগুনে পুড়ছে।

জুয়েল মিয়া আরও বলেন, ‘এরপর তড়িঘড়ি করে পোড়া টাকা ওঠাতে শুরু করি। টাকা ওঠানোর আগেই বেশির ভাগ টাকা পুড়ে যায়। কিছু টাকা অর্ধেকের বেশি পুড়ে যায়। আমার মূলধন ৬৫ হাজার টাকা পলিথিনে মোড়ানো ছিল। টাকা পুড়ে যাওয়ায় আমি এখন সর্বস্বান্ত।’

শ্রীপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সাহিদ সরকার আজকের পত্রিকাকে বলেন, ‘ফুটপাতের কাঁচামাল ব্যবসায়ীর মূলধন আগুনে পুড়ে যাওয়ার খবরটি আমি জেনেছি। চেষ্টা করছি, তাঁর পাশে দাঁড়িয়ে কীভাবে তাঁকে সহযোগিতা করতে পারি।’

এ বিষয়ে জানতে চাইলে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা ইয়াসমিন আজকের পত্রিকাকে বলেন, ‘এ বিষয়ে আমি অবগত নই। খোঁজখবর নিয়ে দেখছি।’

গাজীপুরে কার্টন কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট

শনিবারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষা স্থগিত

‎ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে টঙ্গীতে মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

হাদি হত্যা: ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ ছাত্র-জনতার

শ্রীপুরে চোর ধরতে গিয়ে পরিত্যক্ত ঘরে মিলল নিখোঁজ ব্যবসায়ীর লাশ

বিদ্যুৎ সঞ্চালন লাইনে আগুন, স্ফুলিঙ্গ নিচে পড়ে ট্রাক ও ঝুটগুদাম পুড়ে ছাই

গাজীপুরে বিজয় দিবসে ছাদ থেকে পতাকা নামাতে গিয়ে পড়ে নিরাপত্তাকর্মীর মৃত্যু

কোটি টাকার সেতুতে উঠতে হয় মই দিয়ে

জুলাই রেবেলস সদস্যকে হত্যাচেষ্টা: প্রধান আসামি ঠোঁটকাটা আলতাফ গ্রেপ্তার

মা-বাবাকে নির্যাতন, ছেলেকে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে রাখল প্রতিবেশীরা