হোম > সারা দেশ > গাজীপুর

রাষ্ট্রের সব সুবিধা দরিদ্রদের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হবে: সালাহউদ্দিন আইউবী

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি 

কাপাসিয়ায় জামায়াতের উদ্যোগে কম্বল বিতরণ করা হয়। ছবি: সংগৃহীত

জামায়াতে ইসলামী মনোনীত গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের সংসদ সদস্য প্রার্থী ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি সালাহউদ্দিন আইউবী বলেছেন, ‘জামায়াত বাংলাদেশ থেকে দারিদ্র্য দূরীকরণে জাকাতভিত্তিক অর্থব্যবস্থা চালু করবে। শাসকশ্রেণির দুর্নীতি, অসৎ রাজনীতিবিদদের দৌরাত্ম্য, সুবিধাবাদী আমলাদের ঘুষ-বাণিজ্য বন্ধ করে রাষ্ট্রের সব সুবিধা দরিদ্র শ্রেণির বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হবে ইনশা আল্লাহ।’

আজ রোববার বিকেলে গাজীপুরের কাপাসিয়ায় দরিদ্রদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করার সময় সালাউদ্দিন আইউবী এসব কথা বলেন। উপজেলার ঘাগটিয়া, খিরাটি, বারিষাব ইউনিয়নের নরোত্তমপুর এবং টোক বাজারে চার শতাধিক দরিদ্র অসহায় পরিবারের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়।

গাজীপুর মহানগরী জামায়াতের কর্মপরিষদ সদস্য সালাহউদ্দিন আইউবী বলেন, ‘বাংলাদেশ ৩৬ জুলাই নতুন করে আমাদের স্বপ্ন দেখাতে শুরু করেছে। এই স্বপ্ন ধনী-দরিদ্রের ভেদাভেদ দূর করার স্বপ্ন, এই স্বপ্ন কৃষক-শ্রমিকের সঙ্গে মালিক শ্রেণির দূরত্ব ঘোচানোর স্বপ্ন। নতুন বাংলাদেশের মানুষ প্রিয় মাতৃভূমিকে নতুন করে সাজাতে চায়। বিগত ৫৩ বছরের পরিবারকেন্দ্রিক গৎবাঁধা রাজনীতি থেকে বেরিয়ে এসে জনগণের কল্যাণের রাজনীতি দেখতে চাই। বাংলাদেশ জামায়াতে ইসলামী নতুন এই বাংলাদেশের কারিগর হিসেবে সামনে থেকে নেতৃত্ব দেবে ইনশা আল্লাহ।’

সাবেক শিবির সভাপতি আরও বলেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী তার নেতা-কর্মীদের অর্থে পরিচালিত সংগঠন। জামায়াতে ইসলামী এবং সমাজের বিত্তবান সৎ ব্যক্তিদের সমন্বয়ে বাংলাদেশ থেকে দরিদ্র দূরীকরণে জাকাত ভিত্তিক অর্থব্যবস্থা নিশ্চিত করে এক নতুন অর্থনীতি পরিচালিত হবে।’

কাপাসিয়ায় জামায়াতের উদ্যোগে কম্বল বিতরণ করা হয়। ছবি: সংগৃহীত

খিরাটি সমাজকল্যাণ সংস্থাসহ বিভিন্ন ব্যক্তির সহযোগিতায় এসব শীতবস্ত্র বিতরণ করে জামায়াত।

জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা সেফাউল হক ছাড়া এ সময় আরও উপস্থিত ছিলেন ঘাগটিয়া ইউনিয়নের আমির মাওলানা ইমতিয়াজ বকুল, বারিষাব ইউনিয়নের আমির মাওলানা সিদ্দিকুর রহমান, সেক্রেটারি মাওলানা তারিক হাসান, টোক ইউনিয়নের আমির মাওলানা এ এফ এম জিয়াউর রহমান, জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও তামিরুল মিল্লাত মাদ্রাসার সাবেক ভিপি খাইরুল আনাম প্রমুখ।

শ্রীপুরে বাস দুর্ঘটনায় মেডিকেল শিক্ষার্থীসহ আহত ২

টাকা না পেয়ে টঙ্গী সম্মিলিত ব্যাংক গ্রাহকদের বিক্ষোভ, কর্মকর্তা অবরুদ্ধ ‎

কর্মীকে বাঁচাতে গিয়ে হোটেল ব্যবসায়ী নিহত, অভিযুক্ত এক পরিবারের ৩ জন আটক

কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন স্কুলশিক্ষক

শ্রীপুরে পুকুর থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার, ঘটনাস্থলে আসছে বোম্ব ডিসপোজাল ইউনিট

শ্রীপুরে পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাই: দুই ডজন মামলার আসামি জাহাঙ্গীর গ্রেপ্তার

গাজীপুরে ধান গবেষণা ইনস্টিটিউটের কর্মশালা শুরু

গণভোটে নির্ধারিত হবে আগামীর বাংলাদেশ: জিসিসি প্রশাসক

পৌষ সংক্রান্তিতে কালীগঞ্জে আড়াই শ বছরের ঐতিহ্যবাহী ‘জামাই মেলা’

‎টঙ্গীতে দুটি পোশাক কারখানার শতাধিক শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি