হোম > সারা দেশ > গাজীপুর

খেজুরের রস খেতে বের হয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল স্কুলছাত্রের

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি  

নিহত স্কুলছাত্র সাব্বির হোসেন। ছবি: সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরে আঞ্চলিক সড়কে দ্রুতগতির দুই মোটরসাইকেলের সংঘর্ষে সাব্বির হোসেন নামে এক স্কুলশিক্ষার্থী নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে তার বন্ধু আদিল। আজ বুধবার সকালে সাড়ে ৭টার দিকে উপজেলার টেংরা টু জৈনা বাজার আঞ্চলিক সড়কের চায়না ফ্যাক্টরির সামনে এ ঘটনা ঘটে। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

নিহত স্কুলছাত্র সাব্বির হোসেন (১৬) উপজেলার তেলিহাটি ইউনিয়নের বেকাসাহারা গ্রামের মো. সোহেল মিয়ার ছেলে। সে স্থানীয় নওয়াব আলী আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল। আহত আদিল একই স্কুলের শিক্ষার্থী।

নিহতের স্বজন সজীব আহমেদ বলেন, আজ সকালে দুই বন্ধু সাব্বির হোসেন ও আদিল মোটরসাইকেলে চেপে পাশের গ্রামে খেজুরের রস খেতে রওনা হয়। তাদের মোটরসাইকেলটি জৈনা বাজার টু টেংরা আঞ্চলিক সড়কের চায়না কোম্পানি এলাকায় পৌঁছামাত্র বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির অপর একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেলচালক সাব্বির হোসেন মারা যায়। গুরুতর আহত হয় অপর বন্ধু মোটরসাইকেল আরোহী আদিল। আশপাশের লোকজন এগিয়ে এসে গুরুতর আহত অবস্থায় আদিলকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। খবর পেয়ে পুলিশ এসে নিহতের মরদেহ উদ্ধার করে।

শ্রীপুর থানার ওসি জয়নাল আবেদীন মণ্ডল বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।

শ্রীপুরে বাস দুর্ঘটনায় মেডিকেল শিক্ষার্থীসহ আহত ২

টাকা না পেয়ে টঙ্গী সম্মিলিত ব্যাংক গ্রাহকদের বিক্ষোভ, কর্মকর্তা অবরুদ্ধ ‎

কর্মীকে বাঁচাতে গিয়ে হোটেল ব্যবসায়ী নিহত, অভিযুক্ত এক পরিবারের ৩ জন আটক

কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন স্কুলশিক্ষক

শ্রীপুরে পুকুর থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার, ঘটনাস্থলে আসছে বোম্ব ডিসপোজাল ইউনিট

শ্রীপুরে পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাই: দুই ডজন মামলার আসামি জাহাঙ্গীর গ্রেপ্তার

গাজীপুরে ধান গবেষণা ইনস্টিটিউটের কর্মশালা শুরু

গণভোটে নির্ধারিত হবে আগামীর বাংলাদেশ: জিসিসি প্রশাসক

পৌষ সংক্রান্তিতে কালীগঞ্জে আড়াই শ বছরের ঐতিহ্যবাহী ‘জামাই মেলা’

‎টঙ্গীতে দুটি পোশাক কারখানার শতাধিক শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি