হোম > সারা দেশ > গাজীপুর

গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

গাজীপুর প্রতিনিধি

শ্রমিকদের সড়ক অবরোধ। ছবি: আজকের পত্রিকা

গাজীপুর মহানগরীর গাছা থানাধীন হারিকেন এলাকায় বকেয়া পাওনার দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন পোশাকশ্রমিকেরা। এতে রাত সাড়ে ৯টা থেকে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এ কারণে দুর্ভোগে পড়েছে এ সড়ক ব্যবহারকারীরা।

জিএমপির গাছা অঞ্চলের সহকারী পুলিশ কমিশনার ফাহিম আশজাদ বলেন, বকেয়া পাওনা পরিশোধের দাবিতে শ্রমিকেরা আজ রোববার রাত সোয়া ৯টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন। এ কারণে রাত সাড়ে ১১টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত যান চলাচল বন্ধ রয়েছে। শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা চলছে। তাঁরা সড়ক থেকে সরে গেলেই যান চলাচল শুরু হবে।

গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম জানান, মহানগরীর গাছা থানাধীন হারিকেন এলাকার সেলফ ইনোভেটিভ ফ্যাশন লিমিটেড নামক একটি পোশাক কারখানায় প্রায় ১৫০ শ্রমিক কাজ করেন। কারখানাটি সাব-কন্ট্রাকে তৈরি পোশাক প্রস্তুতের কাজ করে থাকে। কারখানার শ্রমিকদের সার্ভিস বোনাসসহ আরও কিছু বকেয়া পাওনা রয়েছে। এ নিয়ে শ্রমিকদের মধ্যে অসন্তোষ বিরাজ করছিল।

শ্রমিকদের সড়ক অবরোধ। ছবি: আজকের পত্রিকা

পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম আরও জানান, ফ্যাক্টরির শ্রমিকদের সার্ভিস বেনিফিটসহ অন্যান্য পাওনাদি পরিশোধসংক্রান্ত বিষয় নিয়ে আজ রোববার গাজীপুরের টঙ্গীতে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরে একটি ত্রিপক্ষীয় সভা অনুষ্ঠিত হয়। কিন্তু সভায় ফলপ্রসূ কোনো সিদ্ধান্ত না হওয়ায় শ্রমিকেরা রাত সোয়া ৯টার দিকে মহাসড়ক অবরোধ করেন। খবর পেয়ে শিল্প পুলিশ ও মহানগর পুলিশ ঘটনাস্থলে হাজির হয়। তারা শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করছে।

শ্রীপুরে বাস দুর্ঘটনায় মেডিকেল শিক্ষার্থীসহ আহত ২

টাকা না পেয়ে টঙ্গী সম্মিলিত ব্যাংক গ্রাহকদের বিক্ষোভ, কর্মকর্তা অবরুদ্ধ ‎

কর্মীকে বাঁচাতে গিয়ে হোটেল ব্যবসায়ী নিহত, অভিযুক্ত এক পরিবারের ৩ জন আটক

কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন স্কুলশিক্ষক

শ্রীপুরে পুকুর থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার, ঘটনাস্থলে আসছে বোম্ব ডিসপোজাল ইউনিট

শ্রীপুরে পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাই: দুই ডজন মামলার আসামি জাহাঙ্গীর গ্রেপ্তার

গাজীপুরে ধান গবেষণা ইনস্টিটিউটের কর্মশালা শুরু

গণভোটে নির্ধারিত হবে আগামীর বাংলাদেশ: জিসিসি প্রশাসক

পৌষ সংক্রান্তিতে কালীগঞ্জে আড়াই শ বছরের ঐতিহ্যবাহী ‘জামাই মেলা’

‎টঙ্গীতে দুটি পোশাক কারখানার শতাধিক শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি