হোম > সারা দেশ > গাজীপুর

টঙ্গীতে বাসের ধাক্কায় অটোরিকশাচালক নিহত, আহত ৩

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

দুর্ঘটনার শিকার অটোরিকশা। ছবি: আজকের পত্রিকা

গাজীপুরের টঙ্গীতে বাসের ধাক্কায় এক অটোরিকশাচালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তিনজন রিকশা আরোহী আহত হয়েছেন। আজ ‎শনিবার ভোর ৫টার দিকে টঙ্গীর নীমতলী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত অটোরিকশাচালকের নাম শাহিন মিয়া (৪৫)। তিনি গাজীপুর মহানগরীর পূবাইল নন্দিবাড়ী এলাকার মৃত বদিউল আলম ব্যাপারীর ছেলে। শনিবার দুপুর পর্যন্ত আহতদের পরিচয় শনাক্ত করা যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার ভোরে টঙ্গী-কালীগঞ্জ আঞ্চলিক সড়কে নিমতলী এলাকায় সিলেটগামী বিলাশ পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস ওই অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশার চালক এবং তিনজন আরোহী আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চালকসহ অপর এক যাত্রীর শারীরিক অবস্থার অবনতি হয়। তখন চিকিৎসক তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন।

পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অটোরিকশাচালক শাহিন মারা যান। গুরুতর আহত অবস্থায় অপর যাত্রীকে পঙ্গু হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় অপর দুই আরোহী হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

‎টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম বলেন, ঘটনাস্থল টঙ্গী ও পুবাইল থানার মাঝামাঝি জায়গায়। পূবাইল থানা পুলিশের সঙ্গে কথা বলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

টঙ্গীতে পোশাক কারখানার অর্ধশতাধিক নারী শ্রমিক অসুস্থ

শ্রীপুরে আগুনে পুড়ল ১০টি বসতঘর, সর্বস্ব হারালেন ভাড়াটিয়ারা

গাজীপুরকে সমন্বিত ও পরিবেশবান্ধব মেগা উন্নয়ন প্রকল্পের আওতায় আনা হবে: স্থানীয় সরকার সচিব

রিমান্ডে নেওয়ার সময় কাশিমপুর কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

গাজীপুরে কার্টন কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট

শনিবারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষা স্থগিত

‎ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে টঙ্গীতে মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

হাদি হত্যা: ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ ছাত্র-জনতার

শ্রীপুরে চোর ধরতে গিয়ে পরিত্যক্ত ঘরে মিলল নিখোঁজ ব্যবসায়ীর লাশ

বিদ্যুৎ সঞ্চালন লাইনে আগুন, স্ফুলিঙ্গ নিচে পড়ে ট্রাক ও ঝুটগুদাম পুড়ে ছাই