হোম > সারা দেশ > গাজীপুর

টঙ্গীতে বাসের ধাক্কায় অটোরিকশাচালক নিহত, আহত ৩

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

দুর্ঘটনার শিকার অটোরিকশা। ছবি: আজকের পত্রিকা

গাজীপুরের টঙ্গীতে বাসের ধাক্কায় এক অটোরিকশাচালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তিনজন রিকশা আরোহী আহত হয়েছেন। আজ ‎শনিবার ভোর ৫টার দিকে টঙ্গীর নীমতলী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত অটোরিকশাচালকের নাম শাহিন মিয়া (৪৫)। তিনি গাজীপুর মহানগরীর পূবাইল নন্দিবাড়ী এলাকার মৃত বদিউল আলম ব্যাপারীর ছেলে। শনিবার দুপুর পর্যন্ত আহতদের পরিচয় শনাক্ত করা যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার ভোরে টঙ্গী-কালীগঞ্জ আঞ্চলিক সড়কে নিমতলী এলাকায় সিলেটগামী বিলাশ পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস ওই অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশার চালক এবং তিনজন আরোহী আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চালকসহ অপর এক যাত্রীর শারীরিক অবস্থার অবনতি হয়। তখন চিকিৎসক তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন।

পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অটোরিকশাচালক শাহিন মারা যান। গুরুতর আহত অবস্থায় অপর যাত্রীকে পঙ্গু হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় অপর দুই আরোহী হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

‎টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম বলেন, ঘটনাস্থল টঙ্গী ও পুবাইল থানার মাঝামাঝি জায়গায়। পূবাইল থানা পুলিশের সঙ্গে কথা বলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

গ্রামীণ ফেব্রিকস কারখানায় হামলা ও কর্মকর্তাদের অবরুদ্ধ করার ঘটনায় ৬ শ্রমিক গ্রেপ্তার

‎টঙ্গীতে বিদেশি পিস্তলসহ যুবক আটক

কালিয়াকৈরে তিতাস গ্যাস লাইনে লিকেজ থেকে আগুন, আতঙ্কে বাসিন্দারা

শ্রীপুরে ব্যাডমিন্টন খেলা নিয়ে ঝগড়া, ছেলেকে রক্ষা করতে গিয়ে প্রাণ গেল মায়ের

শ্রীপুরে ভাঙারি ব্যবসার আড়ালে অস্ত্র ব্যবসা, যৌথ অভিযানে অস্ত্র-গুলিসহ যুবক গ্রেপ্তার

গাজীপুরের শ্রীপুর: সিলিকার লোভে শত ফুট গর্ত

গাজীপুরে ঝুটের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট

গাজীপুরে মোটরসাইকেল কেনাবেচার ছলে এনসিপি কর্মীকে গুলি, অল্পের জন্য রক্ষা

কালিয়াকৈরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ, পুলিশের লাঠিপেটায় আহত ১২

কালিয়াকৈরে মাদ্রাসাছাত্রের মৃত্যু নিয়ে রহস্য