হোম > সারা দেশ > গাজীপুর

তামিরুল মিল্লাতের পাঁচ শিক্ষার্থীকে স্থায়ী বহিষ্কার

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীর তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা। ছবি: সংগৃহীত

গাজীপুরের টঙ্গীর তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা কর্তৃপক্ষ শৃঙ্খলাভঙ্গ, সহপাঠীকে মারধরসহ নানা অভিযোগে পাঁচ শিক্ষার্থীকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে।

আজ মঙ্গলবার সকালে মাদ্রাসার অফিশিয়াল ফেসবুক পেজে অধ্যক্ষ মো. হেফজুর রহমান স্বাক্ষরিত এক নোটিশে এই তথ্য জানানো হয়েছে।

‎বহিষ্কৃত শিক্ষার্থীরা হলো নবম শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মুহাম্মদ মাজহারুল ইসলাম, জুবায়ের বিন আলতাফ, মাহির খান, আব্দুল্লাহ বিন ফয়সাল ও নাসিমুল হাসান রোহান।

মাদ্রাসা সূত্রে জানা গেছে, ২৫ মে ক্লাস চলাকালে ঘুমিয়ে পড়া শিক্ষার্থী মাজহারুল ইসলামকে তার সহপাঠী সিফাত বিরক্ত করলে সে ক্ষিপ্ত হয়। পরে ক্লাস বিরতির সময় সে ও তার কয়েকজন সহপাঠী মিলে সিফাতকে মারধর করে। এ সময় সিফাতের পক্ষে থেকে সহপাঠী ইফতেখার ইসলাম মারধরে বাধা দিলে তারা ইফতেখারকেও দেখে নেওয়ার হুমকি দেয়।

একই দিন বিকেলে মাজহারুল ও তার সহযোগীরা সিফাতকে টঙ্গীর গাজীপুরা এলাকার বালাদিল আমিন মসজিদের সামনে থেকে ধরে নিয়ে পাশের একটি মাঠে মারধর করে। এরপর ছাত্রাবাস থেকে ইফতেখারকে তুলে নিয়ে মারধর করে আহত করা হয়। আহত ইফতেখার টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়ে ঘটনাটি মাদ্রাসা প্রশাসনকে জানায়। ঘটনার সত্যতা পাওয়ায় মাদ্রাসা কর্তৃপক্ষ পাঁচ শিক্ষার্থীকে স্থায়ী বহিষ্কারের নোটিশ দেয়।

‎যোগাযোগ করা হলে মাদ্রাসার অধ্যক্ষ হেফজুর রহমান বলেন, শৃঙ্খলা ভঙ্গ করায় পাঁচ ছাত্রকে মাদ্রাসা থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

শ্রীপুরে বাস দুর্ঘটনায় মেডিকেল শিক্ষার্থীসহ আহত ২

টাকা না পেয়ে টঙ্গী সম্মিলিত ব্যাংক গ্রাহকদের বিক্ষোভ, কর্মকর্তা অবরুদ্ধ ‎

কর্মীকে বাঁচাতে গিয়ে হোটেল ব্যবসায়ী নিহত, অভিযুক্ত এক পরিবারের ৩ জন আটক

কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন স্কুলশিক্ষক

শ্রীপুরে পুকুর থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার, ঘটনাস্থলে আসছে বোম্ব ডিসপোজাল ইউনিট

শ্রীপুরে পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাই: দুই ডজন মামলার আসামি জাহাঙ্গীর গ্রেপ্তার

গাজীপুরে ধান গবেষণা ইনস্টিটিউটের কর্মশালা শুরু

গণভোটে নির্ধারিত হবে আগামীর বাংলাদেশ: জিসিসি প্রশাসক

পৌষ সংক্রান্তিতে কালীগঞ্জে আড়াই শ বছরের ঐতিহ্যবাহী ‘জামাই মেলা’

‎টঙ্গীতে দুটি পোশাক কারখানার শতাধিক শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি