হোম > সারা দেশ > গাজীপুর

তামিরুল মিল্লাতের পাঁচ শিক্ষার্থীকে স্থায়ী বহিষ্কার

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীর তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা। ছবি: সংগৃহীত

গাজীপুরের টঙ্গীর তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা কর্তৃপক্ষ শৃঙ্খলাভঙ্গ, সহপাঠীকে মারধরসহ নানা অভিযোগে পাঁচ শিক্ষার্থীকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে।

আজ মঙ্গলবার সকালে মাদ্রাসার অফিশিয়াল ফেসবুক পেজে অধ্যক্ষ মো. হেফজুর রহমান স্বাক্ষরিত এক নোটিশে এই তথ্য জানানো হয়েছে।

‎বহিষ্কৃত শিক্ষার্থীরা হলো নবম শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মুহাম্মদ মাজহারুল ইসলাম, জুবায়ের বিন আলতাফ, মাহির খান, আব্দুল্লাহ বিন ফয়সাল ও নাসিমুল হাসান রোহান।

মাদ্রাসা সূত্রে জানা গেছে, ২৫ মে ক্লাস চলাকালে ঘুমিয়ে পড়া শিক্ষার্থী মাজহারুল ইসলামকে তার সহপাঠী সিফাত বিরক্ত করলে সে ক্ষিপ্ত হয়। পরে ক্লাস বিরতির সময় সে ও তার কয়েকজন সহপাঠী মিলে সিফাতকে মারধর করে। এ সময় সিফাতের পক্ষে থেকে সহপাঠী ইফতেখার ইসলাম মারধরে বাধা দিলে তারা ইফতেখারকেও দেখে নেওয়ার হুমকি দেয়।

একই দিন বিকেলে মাজহারুল ও তার সহযোগীরা সিফাতকে টঙ্গীর গাজীপুরা এলাকার বালাদিল আমিন মসজিদের সামনে থেকে ধরে নিয়ে পাশের একটি মাঠে মারধর করে। এরপর ছাত্রাবাস থেকে ইফতেখারকে তুলে নিয়ে মারধর করে আহত করা হয়। আহত ইফতেখার টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়ে ঘটনাটি মাদ্রাসা প্রশাসনকে জানায়। ঘটনার সত্যতা পাওয়ায় মাদ্রাসা কর্তৃপক্ষ পাঁচ শিক্ষার্থীকে স্থায়ী বহিষ্কারের নোটিশ দেয়।

‎যোগাযোগ করা হলে মাদ্রাসার অধ্যক্ষ হেফজুর রহমান বলেন, শৃঙ্খলা ভঙ্গ করায় পাঁচ ছাত্রকে মাদ্রাসা থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

‎হাদি হত্যার বিচারের দাবিতে টঙ্গীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ

গাজীপুরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা: কুড়িগ্রাম থেকে অভিযুক্ত স্বামী গ্রেপ্তার

স্ত্রীকে হত্যার পর শ্বশুরকে ফোন, ‘এসে মেয়ের লাশ নিয়ে যান’

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে নানি-নাতনিসহ নিহত ৩

শ্রীপুরে ইটভাটায় ডেকে নিয়ে জাসাস নেতাকে হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১

‎টঙ্গীতে যৌথ বাহিনীর অভিযানে জুলাই যোদ্ধা তাহরিমা গ্রেপ্তার

টঙ্গীতে পোশাক কারখানার অর্ধশতাধিক নারী শ্রমিক অসুস্থ

শ্রীপুরে আগুনে পুড়ল ১০টি বসতঘর, সর্বস্ব হারালেন ভাড়াটিয়ারা

গাজীপুরকে সমন্বিত ও পরিবেশবান্ধব মেগা উন্নয়ন প্রকল্পের আওতায় আনা হবে: স্থানীয় সরকার সচিব

রিমান্ডে নেওয়ার সময় কাশিমপুর কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু