হোম > সারা দেশ > গাজীপুর

তামিরুল মিল্লাতের পাঁচ শিক্ষার্থীকে স্থায়ী বহিষ্কার

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীর তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা। ছবি: সংগৃহীত

গাজীপুরের টঙ্গীর তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা কর্তৃপক্ষ শৃঙ্খলাভঙ্গ, সহপাঠীকে মারধরসহ নানা অভিযোগে পাঁচ শিক্ষার্থীকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে।

আজ মঙ্গলবার সকালে মাদ্রাসার অফিশিয়াল ফেসবুক পেজে অধ্যক্ষ মো. হেফজুর রহমান স্বাক্ষরিত এক নোটিশে এই তথ্য জানানো হয়েছে।

‎বহিষ্কৃত শিক্ষার্থীরা হলো নবম শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মুহাম্মদ মাজহারুল ইসলাম, জুবায়ের বিন আলতাফ, মাহির খান, আব্দুল্লাহ বিন ফয়সাল ও নাসিমুল হাসান রোহান।

মাদ্রাসা সূত্রে জানা গেছে, ২৫ মে ক্লাস চলাকালে ঘুমিয়ে পড়া শিক্ষার্থী মাজহারুল ইসলামকে তার সহপাঠী সিফাত বিরক্ত করলে সে ক্ষিপ্ত হয়। পরে ক্লাস বিরতির সময় সে ও তার কয়েকজন সহপাঠী মিলে সিফাতকে মারধর করে। এ সময় সিফাতের পক্ষে থেকে সহপাঠী ইফতেখার ইসলাম মারধরে বাধা দিলে তারা ইফতেখারকেও দেখে নেওয়ার হুমকি দেয়।

একই দিন বিকেলে মাজহারুল ও তার সহযোগীরা সিফাতকে টঙ্গীর গাজীপুরা এলাকার বালাদিল আমিন মসজিদের সামনে থেকে ধরে নিয়ে পাশের একটি মাঠে মারধর করে। এরপর ছাত্রাবাস থেকে ইফতেখারকে তুলে নিয়ে মারধর করে আহত করা হয়। আহত ইফতেখার টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়ে ঘটনাটি মাদ্রাসা প্রশাসনকে জানায়। ঘটনার সত্যতা পাওয়ায় মাদ্রাসা কর্তৃপক্ষ পাঁচ শিক্ষার্থীকে স্থায়ী বহিষ্কারের নোটিশ দেয়।

‎যোগাযোগ করা হলে মাদ্রাসার অধ্যক্ষ হেফজুর রহমান বলেন, শৃঙ্খলা ভঙ্গ করায় পাঁচ ছাত্রকে মাদ্রাসা থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

পৌষ সংক্রান্তিতে কালীগঞ্জে আড়াই শ বছরের ঐতিহ্যবাহী ‘জামাই মেলা’

‎টঙ্গীতে দুটি পোশাক কারখানার শতাধিক শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি

কালিয়াকৈরে মাদ্রাসার টয়লেট থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

টঙ্গীতে কারখানায় অর্ধশত পোশাকশ্রমিক অসুস্থ

নির্বাচনে সাড়ে ৫ লাখ আনসার সদস্য দায়িত্ব পালন করবেন: স্বরাষ্ট্র উপদেষ্টা

গ্রামীণ ফেব্রিকস কারখানায় হামলা ও কর্মকর্তাদের অবরুদ্ধ করার ঘটনায় ৬ শ্রমিক গ্রেপ্তার

‎টঙ্গীতে বিদেশি পিস্তলসহ যুবক আটক

কালিয়াকৈরে তিতাস গ্যাস লাইনে লিকেজ থেকে আগুন, আতঙ্কে বাসিন্দারা

শ্রীপুরে ব্যাডমিন্টন খেলা নিয়ে ঝগড়া, ছেলেকে রক্ষা করতে গিয়ে প্রাণ গেল মায়ের

শ্রীপুরে ভাঙারি ব্যবসার আড়ালে অস্ত্র ব্যবসা, যৌথ অভিযানে অস্ত্র-গুলিসহ যুবক গ্রেপ্তার