হোম > সারা দেশ > গাজীপুর

টঙ্গীতে রেললাইনে আগুন, সড়কে মশাল মিছিল

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর গাজীপুরের টঙ্গীতে রেললাইনে আগুন ও মশাল মিছিল করেছেন টঙ্গী পূর্ব থানা বিএনপি এবং তার অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

গতকাল বুধবার রাত ১২টার দিকে টঙ্গীর বউবাজার এলাকায় নেতা-কর্মীরা রেললাইনে টায়ারে আগুন দেন ও মশাল মিছিল বের করেন।

টঙ্গী পূর্ব থানা বিএনপির সাধারণ সম্পাদক সরকার গাজী সালাহউদ্দিনের নেতৃত্বে ২০-২৫ জন বিএনপি ও তাঁর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা একটি মিছিলে মশাল হাতে নিয়ে ‘অবৈধ সরকারের তফসিল ঘোষণা করা হয়েছে’ বলে স্লোগান দেন।

টঙ্গী রেলওয়ে ফাঁড়ি পুলিশের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) ছোটন শর্মা বলেন, বুধবার সন্ধ্যায় রেলস্টেশনের কাছে রেললাইনে আগুন দিয়েছিল। পরে পুলিশ ঘটনাস্থলে গেলে বিএনপির নেতা-কর্মীরা চলে যান।

অন্যদিকে বুধবার রাত সাড়ে ১২টার দিকে টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমনের নেতৃত্বে ১৫-২০ জন বিএনপি ও তাঁর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা একটি মিছিলে মশাল হাতে নিয়ে স্লোগান দেন।

মশাল মিছিলটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী ফায়ার সার্ভিসের সামনে থেকে শুরু হয়ে টঙ্গী বাজার এলাকায় গিয়ে শেষ করেন নেতা-কর্মীরা।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মুস্তাফিজুর রহমান বলেন, বিএনপির নেতা-কর্মীরা রাতে আবারও মিছিল বের করেন। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

লাউ চাষেই স্বপ্নপূরণ, দম্পতির মুখে সাফল্যের হাসি

‎হাদি হত্যার বিচারের দাবিতে টঙ্গীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ

গাজীপুরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা: কুড়িগ্রাম থেকে অভিযুক্ত স্বামী গ্রেপ্তার

স্ত্রীকে হত্যার পর শ্বশুরকে ফোন, ‘এসে মেয়ের লাশ নিয়ে যান’

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে নানি-নাতনিসহ নিহত ৩

শ্রীপুরে ইটভাটায় ডেকে নিয়ে জাসাস নেতাকে হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১

‎টঙ্গীতে যৌথ বাহিনীর অভিযানে জুলাই যোদ্ধা তাহরিমা গ্রেপ্তার

টঙ্গীতে পোশাক কারখানার অর্ধশতাধিক নারী শ্রমিক অসুস্থ

শ্রীপুরে আগুনে পুড়ল ১০টি বসতঘর, সর্বস্ব হারালেন ভাড়াটিয়ারা

গাজীপুরকে সমন্বিত ও পরিবেশবান্ধব মেগা উন্নয়ন প্রকল্পের আওতায় আনা হবে: স্থানীয় সরকার সচিব